শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার অভিযোগ

আসিফ হাসান কাজল : গত ২৮ এপ্রিল ৬ দফা দাবীতে শাহবাগে অবস্থান ধর্মঘট চলাকালীন সময়ে দৃষ্টি প্রতিবন্ধী ঢাবি শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, এসময় প্রতিবন্ধী ছাত্রীদের সংবেদনশীল স্থানে পুলিশ চড় থাপ্পর ও লাথি মেরে তাদেরকে আহত করেছে। আজ বৃহস্পতিবার সকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনকালে ঢাবি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছে।

ইসলামের ইতিহাস বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী সাদিয়া তৃষ্ণা বলেন, দুপুর ৩ টায় আমরা স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করি। এসময় শাহবাগ থানা পুলিশ কোন নারী পুলিশ ছাড়াই আমাদের উপর চড় থাপ্পড় মারতে শুরু করে। একপর্যায়ে তারা আমাদের শরীরের সংবেদনশীল অঙ্গে বর্বর হামলা চালায়। এছাড়াও আমাদের বড় ভাইদের গলা চিপে ধরে।

নাম প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ইন্সটিটিউটের ছাত্রী বলেন, এমন বর্বর ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বিচার তো দূরে থাক আমাদের কাছে থেকে ছিনিয়ে নেওয়া সাদা ছড়ি এখনো ফেরত দেইনি পুলিশ।

রমনা অঞ্চলের পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার হামলার অভিযোগের ব্যাপারে বলেন, এই হামলার অভিযোগ সম্পূর্ণ অসত্য। তারা ৩০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে যেতে চাওয়ায় তাদেরকে বাঁধা প্রধান করে পুলিশ। পরে আমরা অনুমতি নিয়ে আমাদের গাড়ীতে করে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যায়।

পুলিশ ছড়ি লাঠি নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, এমন ঘটনা ঘটেনি। তবে তাদের ছড়ি হারিয়ে থাকলে শাহবাগ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়