ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, দেশের মানুষ প্রত্যাশা করে জনগণের স্বার্থ পূরণের জন্য বিএনপি সংসদে যাবে। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। বিএনপি যদি সংসদে এসে দেশ ও জনগণের কথা না বলে তাহলে তারা পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। সোমবার দুপুরে বনানী বাজারে থানা যুব সংহতির উদ্যেগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, বিএনপি এখন পর্যন্ত কোনো আন্দোলন দাড় করাতে পারেনি। সরকারকে চাপে ও বেকায়দায়ও ফেলতে পারেনি। অসংখ্য ইস্যু থাকা সত্ত্বেও নেতাকর্মীদের সংগঠিত করে আন্দোলন করতে পারেনি। বিএনপির বারবার ভুল সিদ্ধান্তের কারণেই তারা আজ রাজনৈতিকভাবে দূর্বল দলে পরিণত হয়েছে। তাদের নির্বাচিত এমপিরা যদি সংসদে না যান, তাহলে সেই এমপি যেমন জনবিচ্ছিন্ন হয়ে পড়বে পাশাপাশি বিএনপি আবারও সংকটের মধ্যে পড়বে।
এসময় আরো বক্তব্য রাখেন রংপুর মহানগর জাপা নেতা জাহিদুল ইসলাম, লোকমান হোসেন, খবীর হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :