লিহান লিমা : শ্রীলংকায় ইস্টার সানডের হামলার সন্দেহভাজন প্রধান নেতা জাহরান হাশিমের বাবা ও দুই ভাই শুক্রবার নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। রোববার পুলিশ এই তথ্য জানিয়েছে। এদিকে সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ইস্টারের হামলাকারীর বোন মাথানিয়া হাশিম বলেন, তার পরিবারের ১৮ সদস্য নিখোঁজ, সম্ভবত তারা সবাই নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। হিন্দুস্তান টাইমস, সিএনএন।
নিহত জাহরান হাশিম, রিলওয়ান হাশিম ও তাদের বাবা মোহাম্মদ হাশিম ইস্টার সানডের হামলার আগে সামাজিক মাধ্যমে ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও পোস্ট করে সব অবিশ্বাসীর বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিলেন। শুক্রবার এই ভিডিওর সূত্র ধরে, শ্রীলংকার পূর্ব উপকূলের একটি বাড়িতে অভিযান চালায় সেনা-পুলিশের যৌথবাহিনী। তাতে এই তিনজনসহ ১৫জন নিহত হয়। রোববার তাদের পরিচয় জানানো হয়। পুলিশ জানায়, নিহতরা ইস্টারের হামলার আগের ভিডিওতে শহিদ হওয়া নিয়ে আলোচনা করছিলো।
২১ এপ্রিলের সিরিজ আত্মঘাতী হামলায় ২৫৩ জন নিহত এবং কমপক্ষে ৫০০ জন আহত হন। মাথাইয়া বলেন, হামলার পর আমার তিন ভাই, বাবা ও আমার বোনের স্বামী নিখোঁজ হন। শুক্রবার সেনা অভিযানের পর মাথাইয়া জানতে পারেন, নিহতদের মধ্যে রয়েছেন তার তিন ভাইয়ের স্ত্রী, ছোট বোন ও মা। ছিলেন পরিবারের ছয় শিশুও। তবে তার এক ভাইয়ের স্ত্রী ও কন্যাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ইস্টার সানডের হামলার পর থেকেই শ্রীলংকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। দেশজুড়ে ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে ও তল্লাশি চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :