শিরোনাম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাদ্দাম হো‌সেন শি‌শির : “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই স্লোগান‌কে ধারণ ক‌রে ঠাকুরগাঁওয়ে পা‌লিত হ‌য়ে‌ছে জাতীয় আইনগত সহায়তা।

এ উপল‌ক্ষ্যে রোববার সকালে জেলার লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দায়রা জজ ও জেলা আইন সহায়তা প্রদান সংস্থার সভাপতি মো. হাছানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক গোলাম ফারুখ, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতি‌রিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহাফুজুল ইসলাম, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু প্রমূখ।

আলোচনা সভার বক্তব্যে, জেলা দায়রা জজ ও জেলা আইন সহায়তা প্রদান সংস্থার সভাপতি হাছানুজ্জামান বলেন, অসহায়, সহায়সম্বলহীন মানুষকে সংস্থা থেকে বিনা খরচে আইনি সহায়তা পাওয়ার বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। দিবসটিতে প্রান্তিক জনগোষ্ঠীকে, বিশেষ করে নির্যাতনের শিকার নারীদের বিনা মূল্যে আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়