শিরোনাম
◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হয়ে গেছে নওশীন-পারভেজের মধ্যকার বেশ কিছু আপত্তিকর ক্ষুদে বার্তা

মহিব আল হাসান : পপ সংগীতের জনপ্রিয় গায়িকা মিলা ইসলামের সাবেক স্মামীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মিলা। সংবাদ সম্মেলনে মিলার সংসার ভাঙার জন্য দ্বায়ি করেন অভিনেত্রী নওশীনসহ একাধিক নারীকে। তবে এ ব্যাপারে গণমাধ্যমে নওশীন মিলার অভিযোগ অস্বীকার করেন। কিন্তু গণমাধ্যমে খবর প্রকাশ পাওয়ার পরপরই মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ও অভিনেত্রী নওশীনের মধ্যকার বেশ কিছু ক্ষুদে বার্তা ফাঁস হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

সংবাদ সম্মেলনে মিলা জানান, সানজারির সঙ্গে অনেক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। অভিনেত্রী নওশীন নাহরিন মৌ-এর সঙ্গেও ছিল তার অনৈতিক সম্পর্ক। বিষয়টি জানতে পেরে তিনি ফোনও করেন নওশীনকে। সংবাদ সম্মেলনে সেই ফোন রেকর্ড সাংবাদিকদের শোনান মিলা।

সংবাদ সম্মেলনে মিলা আরও বলেন, ‘নওশীন ও পারভেজ সানজারির কথোপকথনের কিছু রেকর্ড আমার হাতে আসে। এমন কিছু ছবিও দেখি, যা মুখে প্রকাশ করার মতো না। বিষয়টি দেখে, আমি নওশীনকে ফোন করি। তাকে অনুরোধও করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি।’

নওশীন এবং সানজারির এই কথোপকথনকে বেশ আপত্তিকর হিসেবেই উল্লেখ করছেন সবাই। আমাদের সময় ডট কম পাঠকদের জন্য আলাপচারীতার কিছু অংশ এখানে তুলে ধরা হলো-

সানজারি: কী করো বেবি?

নওশীন: উঠে গেছো?

সানজারি: অনেক আগে। ইতোমধ্যে গলফ কোর্সে চলে এসেছি। সেক্সি একটা ছবি পাঠাও না।

নওশীন: সেক্সি চাও!

এরপর নওশীন তার বেশ কয়েকটি খোলামেলা ছবি সানজারিকে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়