শিরোনাম
◈ হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তার সরকারের মন্ত্রীরা ◈ নেপাল বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী : পরিবেশ উপদেষ্টা ◈ ট্রেনে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢিল, শিশুসহ অনেকে আহত ◈ মণিপুরে পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যু, বিজেপি-কংগ্রেস পার্টি অফিসে আগুন ◈ ১১টি ব্যাংক মিলে ইসলামী ব্যাংকের সমান হবে না : গভর্নর ◈ ইউনূসের ভাষণে নেই নির্বাচন নিয়ে ইঙ্গিত; আশাহত বিএনপি (ভিডিও) ◈ বাজার নিয়ন্ত্রনে শুরু হলো ভারত থেকে চাল আমদানি ◈ গাজীপুরে পোশাকশ্রমিক-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, কারখানায় আগুন ◈ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ নিঝুম মজুমদারকে হারপিক দেখানো নিয়ে যা জানালেন সাইয়েদ আব্দুল্লাহ(ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. সামন্ত লাল সেন বলেছেন, শিল্পী সুবীর নন্দীকে সোমবার সিঙ্গাপুর নেয়া হবে

সুমন পাইক : একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী বেশ কিছুদিন থেকেই অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। এই শিল্পীকে বাঁচাতে জরুরী ভিত্তিতে রক্ত লাগবে বলে জানিয়েছেন সুবীর নন্দীর মেয়ে মৌ।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সিঙ্গাপুরে ডাক্তারদের কাছে শিল্পী সুবীর নন্দী রিপোর্ট পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে র চিকিৎসক দের পরামর্শে সুবীর নন্দী কে এয়ার এম্বুলেন্সে করে সোমবার সিঙ্গাপুর নেয়া হবে। এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার মৌ বলেন, ‘বাবার জন্য জরুরি ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন। অনুগ্রহ করে কেউ রক্ত দিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন।’ মৌ তার ফোন নাম্বার দিয়ে দিয়েছেন- 01303292915

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা ও মৌ এর এই পোস্ট শেয়ার করে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। তার হার্টেও সমস্যা রয়েছে। সিএমএইচের চিকিৎসক ব্রিগেডিয়ার তৌফিকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পহেলা বৈশাখের রাতে (১৪ এপ্রিল) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়।

এদিকে ১৯ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডা. সামন্ত লাল সেন। তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে তাকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী শিল্পীর মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। শেখ হাসিনা তাদেরকে জানান, এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে চিকিৎসার জন্য দুইবার সব রকমের সহযোগিতা দিয়েছিলেন তিনি।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়