শিরোনাম
◈ এক মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল, খসরু, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমানও ◈ খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের, অবরোধ ঘিরে সতর্ক পুলিশ ◈ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করল যেসব দেশ ◈ সিলেট-১০ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে আসছে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাবৃত্তি ও নানা সেক্টরে কাজের ব্যাপক সুযোগ থাকায় চীনা ভাষা শেখায় আগ্রহ বাড়ছে, বললেন প্রভাষক জন্নাতুন্নাহার

ফাতেমা ইসলাম : গত কয়েক বছরে বাংলাদেশের ভাষা শিক্ষা কেন্দ্রগুলোতে বেড়ে গেছে চীনা ভাষা শিখতে আসাদের সংখ্যা। সরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলেতে যেমন এই ভাষার জনপ্রিয়তা বেড়েছে, তেমনি চাহিদা বেশি থাকায় বেসরকারি উদ্যোগেও গড়ে তোলা হয়েছে এমন অনেক ভাষা শিক্ষা কেন্দ্র। বিবিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে সান্ধ্যকালীন চীনা ভাষার ক্লাশ চলছে। এখানকার চীনা শিক্ষিকা শিখাচ্ছেন কারো সাথে দেখা হলে কিভাবে স্বাগত জানাতে হবে। গত কয়েক বছরে আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে বলে জানান বিভাগীয় চেয়ারম্যান মো: আফজাল হোসেন। প্রতি ব্যাচে এখানে ক্লাশ করতে আসে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার নারী-পুরুষ। কেউ আসছে স্কলারশিপ পাওয়ার আশায় আবার কেউ অফিসের চীনা ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগের সুবিধা করতে।

চীনা ভাষার প্রভাষক জান্নাতুন্নাহার বলেন, আমাদের দেশে আর্থসামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিনিময় ও যোগাযোগ অনেক বেড়ে গেছে। তাই আমাদের দেশের মানুষের মাঝে চীনা ভাষার প্রতি আগ্রহটা দিন দিন বাড়ছে। নানা সেক্টরে কাজের ব্যাপক সুযোগ থাকায় মানুষ চীনা ভাষা শিখছে। এছাড়া শিক্ষাবৃত্তি পাওয়ার জন্যও অনেকে চীনা ভাষা শিখছে।
গত কয়েক দশকে চীন সারাবিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশ দখল করে আছে দেশটি। কিন্তু বেশিরভাগ চীনা ব্যবসায়ী ইংরেজির পরিবর্তে তাদের মাতৃভাষা ম্যান্ডারিনে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই এসব চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষার কারণেই মানুষ চীনা ভাষা শিখতে আসছে বলে জানান প্রশিক্ষক পাও ফে।

তিনি বলেন, "চীনের সঙ্গে এখন সবাই ব্যবসা করছে। তাছাড়া দেশ হিসেবে তারা দিন দিন উন্নতি করছে। চীনা ভাষা শিখলে সহজেই স্কলারশিপ পাওয়া যায়, চাকরি পাওয়া যায়। তাই এই ভাষা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।" চীনা ভাষায় ৭ থেকে ১০ ধরনের বৈচিত্র রয়েছে, তবে সেখানে সবচেয়ে প্রচলিত হলো ম্যান্ডারিন ভাষা। ৫শ বছরের বিবর্তনে ভাষাটি আরো সহজ করণ করা হলেও এ ভাষা পড়তে, বলতে ও লিখতে পারা ভীষন কঠিন । এজন্য প্রয়োজন সঠিক শিক্ষণ ও প্রচুর অনুশিলন। তাই বেনামি প্রতিষ্ঠানে বা শুধু বই পড়ে বা অ্যাপের মাধ্যমে এই ভাষা শেখা অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়