লিউনা হক : শনিবার রাশিয়ার ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, পরমাণু নিরস্ত্রীকরণে ট্রাম্পের প্রস্তাবটি ‘গুরুতর নয়’।
ট্রাম্প তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ২১ শতকের পরমানু অস্ত্র প্রতিযোগিতার আলোকে চীন ও রাশিয়ার সঙ্গে নতুন একটি অস্ত্র-চুক্তি তৈরির আহ্বান করেন, ওয়াশিংটন পোস্ট গত বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে।
রাশিয়ার ডিমিত্রি পেস্কভ চীনা বেল্ট এন্ড রোড পরিকল্পনা সম্মেলনের একপার্শ্বিক আলোচনায় বলেন, সারাবিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত,,,কিন্তু অন্যদিকে আমরা বঞ্চিত হব প্রতিবন্ধক কারণগুলো প্রতিহত করতে। প্রতিবন্ধকতার কারণসমূহ ও অসাম্যের কথা ভুলে গেলে হবে না বলেও জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার সিরিয়া, ভেনিজুয়েলা এবং লিবিয়ার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ও অর্থবহ আলোচনা হয়েছে বলে জানান পেস্কভ।
আপনার মতামত লিখুন :