শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ১১:৪১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ ব্যানারে, সংস্কারপন্থীদের নেতৃত্বে নতুন মোড়কে জামায়াত

ইউসুফ বাচ্চু : ধর্মভিত্তিক রাজনীতি না করার অঙ্গিকার, অতীতের সঙ্গে এ সংগঠনের কোন মিল নেই, ৫ প্রস্তাবনা, ভাঙা গড়ায় বিশ্বাসী করি না। ‘স্বাধীন সত্তার বিকাশে অধিকার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি’ স্লোগানে একটি রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী সংস্কারপন্থীরা।

শনিবার রাজধানীর বিজয়নগরের হোটেল-৭১ এ সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেন, এটি প্রচলিত কোনো রাজনৈতিক ধারা বা দলের অনুসারী কিংবা অনুরক্ত নয়, এটা সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ ও একটি স্বতন্ত্র ধারা। রাজনৈতিক দল হবে সত্যিকার অর্থে ইনক্লুসিভ ও একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক কার্যক্রম। মঞ্জু এর আগে জামায়াতে ইসলামী ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

মঞ্জু বলেন, ঔপনিবেশিক শাসনামলেও দুবার গভীর সংকটকালে জাতিকে নতুন পথ দেখিয়েছিলো মুসলিম লীগ ও দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগ। আর স্বাধীন বাংলাদেশে তেমন এক ক্রান্তিকালে হাল ধরেছিলেন জিয়াউর রহমান। একাত্তরে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে স্বাধীন হয়েছিলো বাংলাদেশ, সে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নেওয়ার দায়িত্ববোধ করছি আমরা।

এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, অতীতে যেখানে  ‍ভূমিকা রাখতে চেয়েছিলাম, সেখানে যখন নেই, সেই বিষয়ে কথা না বলি। আমরা কোনো তত্ত্বের কথা বলবো না, অধিকারের কথা বলবো। নতুন দল গড়ার উদ্যোগ নিচ্ছেন, তাহলে জামায়াত ভেঙে যাচ্ছে-এই প্রশ্নে তিনি বলেন, আমরা ভাঙা গড়ায় বিশ্বাসী নই।

একাত্তরে ভুমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত কি না-এই প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, যে দলে এখন আর আমি নেই, সেই দলের সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। জামায়াতের প্রাক্তন নেতা ব্যারিস্টার রাজ্জাক এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কি না-জানতে চাইলে নতুন দল গড়ার এই উদ্যোক্ত জানান, আমরা পরামর্শের জন্য যে কারো কাছেই যেতে পারি।

নতুন দল গঠনের উদ্দেশ্যে পাঁচটি কমিটি করা হয়েছে। রাজনৈতিক প্রস্তাবনার খসড়া প্রণয়ন, জনসংযোগ ও অন্তর্ভুক্তি তত্ত্বাবধায়ন, গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তি, অর্থ সংগ্রহ সংক্রান্ত প্রস্তাবনা ও পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো প্রস্তাবনা, কর্মকৌশল এবং পরিকল্পনা কমিটি।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে মেজর অব. আাবদুল ওহাব মিণার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার জুবায়েল আহমেদ ভুইয়া, মাওলানা আবদুল কাদের, মাওলানা তাজুল ইসলাম, গোলাম ফারুক, গৌতম দাস, ড. কামাল উদ্দিন, সোম্তফা নুর, নাজমুল হুদা অপু। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়