শিরোনাম
◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত ◈ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি! (ভিডিও) ◈ ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে ◈ আ.লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের (ভিডিও) ◈ নাগরিক কমিটিতে সারজিস-তুহিনসহ যুক্ত হলো ৪৫ জন ◈ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ◈ ৫০০০ ডিম পাঠানো হলো সেন্ট মার্টিনে কুকুরের জন্য ◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ১১:৪১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ ব্যানারে, সংস্কারপন্থীদের নেতৃত্বে নতুন মোড়কে জামায়াত

ইউসুফ বাচ্চু : ধর্মভিত্তিক রাজনীতি না করার অঙ্গিকার, অতীতের সঙ্গে এ সংগঠনের কোন মিল নেই, ৫ প্রস্তাবনা, ভাঙা গড়ায় বিশ্বাসী করি না। ‘স্বাধীন সত্তার বিকাশে অধিকার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি’ স্লোগানে একটি রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী সংস্কারপন্থীরা।

শনিবার রাজধানীর বিজয়নগরের হোটেল-৭১ এ সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেন, এটি প্রচলিত কোনো রাজনৈতিক ধারা বা দলের অনুসারী কিংবা অনুরক্ত নয়, এটা সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ ও একটি স্বতন্ত্র ধারা। রাজনৈতিক দল হবে সত্যিকার অর্থে ইনক্লুসিভ ও একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক কার্যক্রম। মঞ্জু এর আগে জামায়াতে ইসলামী ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

মঞ্জু বলেন, ঔপনিবেশিক শাসনামলেও দুবার গভীর সংকটকালে জাতিকে নতুন পথ দেখিয়েছিলো মুসলিম লীগ ও দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগ। আর স্বাধীন বাংলাদেশে তেমন এক ক্রান্তিকালে হাল ধরেছিলেন জিয়াউর রহমান। একাত্তরে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে স্বাধীন হয়েছিলো বাংলাদেশ, সে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নেওয়ার দায়িত্ববোধ করছি আমরা।

এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, অতীতে যেখানে  ‍ভূমিকা রাখতে চেয়েছিলাম, সেখানে যখন নেই, সেই বিষয়ে কথা না বলি। আমরা কোনো তত্ত্বের কথা বলবো না, অধিকারের কথা বলবো। নতুন দল গড়ার উদ্যোগ নিচ্ছেন, তাহলে জামায়াত ভেঙে যাচ্ছে-এই প্রশ্নে তিনি বলেন, আমরা ভাঙা গড়ায় বিশ্বাসী নই।

একাত্তরে ভুমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত কি না-এই প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, যে দলে এখন আর আমি নেই, সেই দলের সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। জামায়াতের প্রাক্তন নেতা ব্যারিস্টার রাজ্জাক এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কি না-জানতে চাইলে নতুন দল গড়ার এই উদ্যোক্ত জানান, আমরা পরামর্শের জন্য যে কারো কাছেই যেতে পারি।

নতুন দল গঠনের উদ্দেশ্যে পাঁচটি কমিটি করা হয়েছে। রাজনৈতিক প্রস্তাবনার খসড়া প্রণয়ন, জনসংযোগ ও অন্তর্ভুক্তি তত্ত্বাবধায়ন, গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তি, অর্থ সংগ্রহ সংক্রান্ত প্রস্তাবনা ও পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো প্রস্তাবনা, কর্মকৌশল এবং পরিকল্পনা কমিটি।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে মেজর অব. আাবদুল ওহাব মিণার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার জুবায়েল আহমেদ ভুইয়া, মাওলানা আবদুল কাদের, মাওলানা তাজুল ইসলাম, গোলাম ফারুক, গৌতম দাস, ড. কামাল উদ্দিন, সোম্তফা নুর, নাজমুল হুদা অপু। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়