আবু জাহের : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়ণে বগুড়া শেরপুরে মতবিনিময় সভা ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২ উপজেলা অডিটোরিয়ামে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত শেখ এর সভাপতিত্বে ও উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-জামাল সিরাজী। এছাড়ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শেরপুর শাখার সভাপতি আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।