স্পোর্টস ডেস্ক: আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে হতে চলেছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আইরিশদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপের আগে বাংলাদেশ ও উইন্ডিজের জন্য এটি নিজের প্রস্তুতি নেওয়ার সিরিজ। তাই এই সিরিজে প্রতিপক্ষকে ছাপিয়ে ভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে উইন্ডিজের এমনটাই মনে করেন দলটির সহকারী কোচ রডি ইস্টউইক।
তার মতে আয়ারল্যান্ড সফরে ধীর ও সবুজ উইকেট উইন্ডিজ দলের জন্য সবচেয়ে বড় সমস্যা। তবে এই সমস্যা মোকাবেলায় তার দল তৈরি বলে জানিয়েছেন রডি।
কোচ বলেন, ‘অবশ্যই আয়ারল্যান্ড একটি ভিন্ন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ পিচগুলো অনেক ধীর হবে সেখানে এবং সবুজ হবে। কিন্তু আমরা এটার জন্য তৈরি এবং এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
গত বেশ কয়েকটি সিরিজেই উইন্ডিজ দলকে ভুগিয়েছে ডেথ ওভারের বোলিং। তাছাড়া, ফিল্ডিংয়েও দলটির দুর্বলতা লক্ষ্য করা গেছে। এবার সেই দুর্বলতা কাটাতেই অনুশীলন করছে উইন্ডিজ দল।
রডি জানিয়েছেন তার দল মিডেল ওভারে স্পিন মোকাবেলা করার জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছে। মূলত বাংলাদেশ ও আয়ারল্যান্ডের স্পিনারদের কথা মাথায় রেখেই এই অনুশীলন।
তার ভাষ্য, ‘আমরা ডেথ ওভারে বোলিংয়ে উন্নতি করতে চাই এবং ফিল্ডিংয়েও। মান অনেকটাই উন্নত হচ্ছে, প্রতি সকালে আমরা অনেক ফিল্ডিং অনুশীলন করছি। মিডেল ওভারে স্পিন বোলিংয়ের বিপক্ষে স্ট্রাইক রোটেটিংয়ের বিষয় নিয়ে কাজ করছি। তাই আমরা এই অঞ্চলগুলো ঠিক করেছি এবং আমরা সত্যই এসব অঞ্চলে উন্নতির চেষ্টা করছি।’
আপনার মতামত লিখুন :