ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কার মুসলিম নারীদের জন্য কালো রঙের বোরকার পরিবর্তে রঙিন হিজাব ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কালো রঙের বোরকা দিয়ে সারা শরীর এবং মুখমণ্ডল ঢেকে রাখে সে দেশের মুসলিম নারীরা।
শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম শ্রীলঙ্কা মিররকে একজন চিকিৎসক জানান, ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার পর ঐতিহ্যবাহী এই পোষাকের ব্যাপারে জোরালো আপত্তি ওঠার পর এ ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এজন্য গত বৃহস্পতিবার বিকেলে সে দেশের গার্মেন্ট সেক্টরের লোকজনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সেই বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে শ্রীলঙ্কার মুসলিম নারীদের গোলাপি, সবুজ ও কমলা রঙের হিজাব পরিহিত দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
অল সিলন জামিয়াতুল উলামাহ নামক সংস্থার পক্ষ থেকে মুসলিম নারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, মুসলিম নারীরা যেন এ কাজে সহায়তা করেন এবং তাদের যেন চিহ্নিত করা যায়। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে যেন মুখ ঢেকে না রাখেন তারা এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেন, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে।
তাদের প্রতি আরো অনুরোধ জানানো হয় যে, তারা যেন এমন পোষাক পরিধান করেন, যেন তাদের দেখে অন্যেরা আতঙ্কিত হয়ে না পড়ে। সে দেশের আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তারও আহ্বান জানানো হয়েছে মুসলিম নারীদের প্রতি।
উৎসঃ kalerkantho
আপনার মতামত লিখুন :