সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : আমদানি-রপ্তানি (এ্যাসেসমেন্ট) ফি বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে সোনাহাট স্থল বন্দর দিয়ে সকল প্রকার পন্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
রংপুর কাষ্টমস এন্ড ভ্যাট এক্সরাইজ কর্তৃপক্ষ এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পন্যে উপর এ্যাসেসমেন্ট ফি টন প্রতি ১০ ডলার থেকে বৃদ্ধি করে ১২ ডলার করে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরে সকল প্রকার পন্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেয় ব্যবসায়ীরা।
আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতির সভাপতি আবু তাহের ফরায়েজী জানান, এ্যাসেসমেন্ট ফি ১০ ডলার থেকে বৃদ্ধি করে ১২ ডলার করার ফলে প্রতি টন পন্যের উপর ভ্যাট বৃদ্ধি পাবে এর ফলে পন্যের দামও বৃদ্ধি পাবে। তাই সরকারের নিকট দাবী আরোপিত এই ফি বৃদ্ধি বন্ধ করে বন্দরকে সচল রাখতে পুর্বের ফি বহাল রাখার অনুরোধ করছি।
উল্লেখ্য নতুন চালু হওয়া এ বন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানি করে আসছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। অন্যদিকে প্লাষ্টিক সামগ্রী আমদানি শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন :