শিরোনাম
◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিলার সব অভিযোগ অস্বীকার করলেন নওশীন

মহিব আল হাসান : বুধবার (২৪ এপ্রিল) সংবাদ সম্মেলন করে স্বামী ও শাশুড়ির নির্যাতন করা ও তার সংসার ভাঙার বিষয়ে কথা বলেন পপ তারকা মিলা ইসলাম। অনুষ্ঠানে মিলা দাবি করেন, তার সহকর্মী হিল্লোল এর স্ত্রী অভিনেত্রী নওশীন নেহেরীনের সাথে তার স্মামীর অবৈধ সম্পর্কই সংসারের বিচ্ছেদ ঘটে। নওশীন ছাড়াও আরও একাধিক নারী ও একুশে টিভির এক নারী কর্মকর্তার নাম জড়ান মিলা।

নওশীনের বিষয়ে মিলা বলেন, আমার সঙ্গে তখনও ডিভোর্স হয়নি। কিন্তু তখনই আমার সহকর্মী হিল্লোল ভাইয়ের স্ত্রী নওশীনের সম্পর্ক ছিলো। তারা সামাজিক মাধ্যমে ছবি অশ্লীল ছবি আদান প্রদান করতো। নিজের সংসার ভাঙার জন্য অভিনেত্রী নওশীনকে দায়ি করেন মিলা। সংবাদ সম্মেলনে নওশীনের সঙ্গে তার ফোন আলাপের রেকোর্ডও সাংবাদিকদের শোনান।

মিলার এমন অভিযোগের ভিত্তিতে করে নওশীনের সাথে যোগাযোগ করলে নওশীন বলেন, ‘মিলাকে আমি অনেক পছন্দ করি। সে যে কথাগুলো আমার বিষয়ে বলছে তা সব ভুল বলছে। আমার নিজের সংসার রয়েছে তারপরও অন্য কারও সাথে কেনও আমার সম্পর্ক থাকবে? আর এমন কিছু করলে আমার সংসার কীভাবে টিকে থাকবে? আর আমার সংসার রেখে ওর ঘর ভাঙব কেন?

মিলার সব অভিযোগ অস্বীকার করে নওশীন জানান, মিলার পাইলট স্বামীর সঙ্গে বিমানবন্দরে একবার দেখা হয়েছিল এছাড়া আর কখনও দেখা হয়নি।

ম্যাসেঞ্জারে ছবির বিষয়ে জানতে চাইলে নওশীন বলেন, ‘ তার স্মামীর মোবাইলে আমার ছবি আছে সেটা আমি জানি না আর থাকলেই বা আমি কি করতে পারি? তাছাড়া আমার নামে একাধিক ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট আছে। সে গুলোর দায়ভার আমি কেন নিবো?’

উল্লেখ, ২০১৭ সালের ১২ মে বিয়ে করেছিলেন মিলা ইসলাম ও পারভেজ সানজারি। তার স্বামী সানজারি পেশায় বৈমানিক। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়