শিরোনাম
◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস ◈ অভিনব কৌশল, পোশাকের ভেতর তরল সোনা নিয়ে ওসমানীতে ধরা পড়লেন যাত্রী ◈ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিও নিয়ে হাজির পাকিস্তা‌নের ক্রিকেটার ◈ মনিরুল ইসলাম নারীসহ আটকের দাবি মিথ্যা, বাগেরহাটের শিক্ষকের ভিডিও ছড়ানো হচ্ছে ◈ পিএস্এলএ  কর্মরত ভারতীয়‌দের ফেরত পাঠা‌চ্ছে পাকিস্তান ◈ সংবাদ পচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম ◈ সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে? ◈ তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’ ◈ ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার ◈ প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:২৬ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবিদার না থাকায় ৮ কোটি টাকায় জমি কিনেছি, এখন অনেকে ক্ষতিপূরণ না পাওয়ার কথা বলছে, বললেন সিদ্দিকুর রহমান

কেএম নাহিদ : বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমি সভাপতি থাকাকালিন রানা প্লাজার ক্ষতিগ্রস্থ কেউ কেনো অভিযোগ করেন নি। আমরা রানা প্লাজার ক্ষতিগ্রস্থদের আইএলও থেকে ২৪০ কোটি টাকা ৩সাড়ে তিনহাজার শ্রমিকের মাঝে বিতরণ করেছি। সেখানে আর কেনো অভিযোগ না আসায়, ৮ কোটি টাকা থেকে যায়্, সেই টাকা দিয়ে সাভারে জমি কেনা হয়েছে হসপিটাল নির্মানের জন্য। রানা প্লাজার চিকিৎসা সিআরপিতে আহতদের চিকিৎসা করা হয়, কারো বিদেশে চিকিৎসা হয়েছে। এখন কেনো ব্যক্তি বা কেনো সংস্থা যদি বলে রানাপ্লাজার ক্ষতিগ্রস্থরা টাকা পায়নি বা চিকিৎসা হয়নি এটা শোনা আমাদের জন্য কষ্টের । বুধবার ইন্ডিপেনডেন্ট টিভির আজকের বাংলাদেশ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, আগের চেয়ে কারখানার পরিবেশ অভূতপূর্ব উন্নতি হয়েছে। রানাপ্লাজার ঘটনা পর মালিক শ্রমিকদের সম্পর্ক আগের যে কেনো সময়ের চেয়ে অনেক ভালো। কারখানার কর্মপরিবেশ এখন বিশ্ব মানের। রানা প্লাজা আমাদের চোখ খুলে দিয়েছে। নিরাপত্তার সব অত্যাধুনিক প্রযুক্তি কারখানাতে বিদ্যমান। অ্যাকর্ড’এর আওতায় ১৫শত কারখানা কেনো নিরাপদ। এছাড়া ন্যাশনাল এ্যাকশন প্লানের আওতায় কারখানা গুলোতেও কম অনিরাপদ। ৩৯ টি কারখানা ছিলো নিরাপদ তা বন্ধ হয়েগেছে। গত ৪ বছরে ১২শত কারখানা বন্ধ হয়েগেছে।

তিনি বলেন, রাজা প্লাজার ঘটনার পর আমরা ভেবেছিলাম ব্যবসা মনে হয় আর আমাদের থাকবে না। ইউরোপীয়ান ইউনিয়ন, আমেরিকার চাপে আমরা কম্পেক্ট সাইন করতে বাধ্য হই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়