সাত্তার আজাদ, সিলেট : সিলেটের কানাইঘাটে বাঘ আতঙ্ক বিরাজ করছে। ডোরাকাটা একটি বাঘ স্থানীয় কৃষকের গরু খেয়ে ফেলার পর বাঘটিকে ধরার চেষ্টা করে এলাকাবাসী। বাঘ ধরতে ফাঁদ পাতলেও একে আটকানো সম্ভব হয়নি।
বাঘ ধরা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী জানান, ভারতের মেঘালয় রাজ্য থেকে বিভিন্ন সময় খাবারের সন্ধানে নানা প্রজাতির বাঘ সীমান্তবর্তী বন ও টিলা বেষ্টিত লোভাছড়া চা বাগানে চলে আসে। গত সোমবার (২২ এপ্রিল) রাতে একটি বড় ডোরাকাটা বাঘ স্থানীয় বাঘ টিলায় অবস্থান নেয়। বাঘটি এলাকার সূত্রা বাবু নামের একজন কৃষকের গরু খেয়ে ফেলে। এ নিয়ে মানুষের মনে আতঙ্ক দেখা দেয়।
বাঘের হাত থেকে এলাকার গবাদি পশু রক্ষায় মাইকে ঘোষণা করে ৯ মৌজার শত শত লোক জড়ো হয়। লোকজন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁদ পেতে রাখেন। লোকজনের অবস্থান টের পেয়ে বাঘটি ফাঁদ টপকে বাঘ টিলা থেকে নুনছড়া টিলায় চলে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক উপজেলা বিট অফিসের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়। স্থানীয় লোকজন যাতে বাঘ ধরে হত্যা করতে না পারে। পরে শুনেছি বাঘটি আটকানো সম্ভব হয়নি।