শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জ হারলেও সন্তুষ্ট কোচ আফতাব

নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার শেষ হয়েছে বাংলাদেশ ঘরোয়া লিগের জমজমাট খেলা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। পুরা টুর্নামেন্ট দুর্দান্ত খেলে রান রেটে পিছিয়ে থেকে শিরোপা ছিটেকে লিজেন্ড অব রূপগঞ্জের। সুপার লিগে শেখ জামালের বিপক্ষে হারের কারণেই শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের প্রশংসায় পঞ্চমুখ আফতাব। বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই ওপেনার সুযোগ পেলে আরো বড় পরিসরে নিজেকে মেলে ধরতে প্রস্তুত।

হাতের মুঠো থেকে বেরিয়ে গেলো শিরোপা। ৪ পয়েন্ট বেশি নিয়ে রূপগঞ্জ শুরু করেছিলো তাদের সুপার লিগ। তখন অনেকে ভেবেই নিয়েছিলেন, আফতাবের দলই এবার হচ্ছে চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটতো অনিশ্চয়তায় ভরা। শেখ জামালের বিপক্ষে একটা হারই কাল হলো। তবুও আবাহনীর সঙ্গে পয়েন্ট সমান। নেট রান রেটে পিছিয়ে পড়ায় রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রূপগঞ্জকে।

প্রথমবার হেড কোচ হয়েই আফতাব দেখালেন সাফল্যের ঝলক। আফতাব বললেন, ‘আমরা যখন টিম শুরু করছি তখন আমাদের দেখে সবাই আপনার ৬-৭ নাম্বার হওয়ার সুযোগ আছে। আমরা সুপারলীগ খেলব নাকি এমন সন্দেহও অনেকে প্রকাশ করেছেন।’

রূপগঞ্জের সাফল্যের পেছনে বড় ভূমিকা ওপেনার মোহাম্মদ নাঈমের। এবারের লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৮০৭ রান করেছেন। আছে ৩ সেঞ্চুরি। ৫৩ গড় আর ৯৪ স্ট্রাইক রেটও নজরকাড়া। নাঈমের স্বপ্নের পরিধি বাড়ছে। আফতাব আহমেদও দারুণ সম্ভাবনা দেখছেন ছেলেটার মধ্যে।

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন মোহাম্মদ নাঈম। বয়স এখনো বেশি পেরোয়নি। নিজেকে আরো বড় মঞ্চের জন্য প্রস্তুত করছেন এ ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়