শিরোনাম
◈ শিক্ষক বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ◈ কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু ◈ কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ সারাদেশে জাতীয় পরিচয়পত্র  সংশোধনে সুখবর ◈ অনিয়ম-দুর্নীতি তদন্তে ১৫ বিচারকের নথি চেয়েছে দুদক ◈ বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়াতে সহযোগিতার আশ্বাস কাতার ফাউন্ডেশনের ◈ কাশ্মিরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ ভারতের ◈ আরাকান সদস্যদের ভিডিও পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়: চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে: দোহায় প্রেস সচিব 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা জীবনে বড় কিছু করে তারা পঞ্চাশেরঅনেক আগেই সব কিছু করে ফেলে

কামরুল হাসান মামুন

মাঝে মাঝে প্রশ্ন করি বয়স তো ৫০ বেশ কয়েক বছর আগেই পেরিয়ে এসেছি। কী করলাম জীবনে? যারা জীবনে বড় কিছু করে তারা পঞ্চাশের অনেক আগেই সব কিছু করে ফেলে। বব মারলে বেঁচেছিলেন মাত্র ৩৬ বছর। এর মধ্যেই বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন। ১৯১৭ লেনিন যখন রাশিয়ায় বিপ্লব করেছিলেন তখন তার বয়স ৪৭। কাজী নজরুল তার ৪৩ বছর বয়সের মধ্যেই জীবনের যতো সৃষ্টিশীল কাজ করে ফেলেছিলেন। এর পরে তিনি যতোদিন বেঁচেছিলেন কোনো কাজ করতে পারেননি। কবি সুকান্ত ২১ বছরও বাঁচেননি। এর মধ্যেই এমন কাজ করে গিয়েছিলেন আমরা আজও তাকে মনে করি। আসলে যার হয় না ৯-এ তার ৯০-এও হয় না। কতোদিন ধরে ভাবছি মাস্টার্সে যেই কোর্সটি পড়াই সেটার উপর একটি বই প্রকাশ করবো। এই করবো করবো করছি আজ অনেক বছর যাবৎ কিন্তু হয়ে উঠছে না। আমাদের পরিবেশটাই না এমন যেখানে কাজের এফিসিয়েন্সি খুবই কম। সারাদিন মনে হয় খুব ব্যস্তই থাকি, কিন্তু দিন শেষে হিসেবে কষলে মনে হয় তেমন কিছুই তো করিনি। এমনিভাবে একটি একটি করে দিন চলে যাচ্ছে। এভাবেই না নিজের জন্য না দেশের জন্য কিছু না করেই হয়তো বিদায় নিতে হবে। মানুষ এতো কম বাঁচে? মনে হয় এই তো সেইদিন স্কুলে পড়েছি। বিশ্ববিদ্যালয়ের কথা গতকালকের ঘটনার মতো করে সব কিছু মনে পড়ে যায়। পদার্থবিজ্ঞানে কাজের যে একটি সংজ্ঞা শিখেছি সেই অনুযায়ী এফেক্টিভ ডিসপ্লেসমেন্ট কিছু না ঘটাতে পারলে জীবনটা তো ষোলো আনাই মিছে হয়ে যাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়