আকতার বানু আল্পনা
এক স্বামী তার বউকে বললো, ‘কোনো স্বামী যদি চান, যে তার বউ সারাজীবন স্বামীর কথায় উঠবস করুক, তাহলে এমন মেয়েকে বিয়ে করুন যেÑ ১. মোটেই সুন্দরী না (সুন্দরীদের দেমাগ থাকবে। আপনাকে মোটেই তোয়াজ করবে না।) ২. মেয়ে চাকরি করে না (নিজে আয় করলে আপনার কথা কমই শুনবে) এবং ৩. মেয়ের বাবার তেমন সম্পদ নেই (বাবার সম্পদ পেলে বা পাবার সম্ভাবনা থাকলে সে আপনার উপর নির্ভর করতে চাইবে না।)’
শুনে বউ বললো, ‘তাহলে তুমি কেন তেমন কোনো মেয়েকে বিয়ে করলে না?’ স্বামী বললো, ‘করিনি বলেই তো এই ফর্মুলা বের করতে পেরেছি!’
মর্যাল অব দ্য স্টোরি : প্রতিটা ধর্মীয় উগ্রপন্থি সংগঠন তাদের নিজ নিজ ধর্ম বিশ্বাস থেকে যে আদর্শ পায় তাকেই তারা চরমপন্থা হিসেবে অনুসরণ করে। এর বিপরীতটা কখনও ঘটে না। কারণ তারা বিপরীত ধর্মবিশ্বাসগুলোকে কখনও আপন ভাবে না, প্রতিপক্ষ ভাবে। এজন্যই গোটা পৃথিবীজুড়ে এক ধর্মের লোক অন্য ধর্মের (কখনও কখনও একই ধর্মের ভিন্ন মতাদর্শী মানুষরা যেমন : শিয়া, সুন্নি, কাদিয়ানী) মানুষকে অনায়াসে আক্রমণ করতে পারে। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :