মঈন মোশাররফ : টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ওয়াসার বেশির ভাগ পানিই গভীর নলকুপ দিয়ে ভূগর্ভ থেকে তোলা হয়। এর একটি অংশ নদী থেকে নেয়া হয়। বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় সমস্যা থাকলে পানি দূষিত হতে পারে। বিশেষ করে ভূগর্ভের পানিতে আর্সেনিক থাকতে পারে। প্রধান সমস্যা সরবরাহ সিস্টেমে। ওয়াসার পাইপ লাইনগুলো ত্রুটিপূর্ণ। ফলে নানাভাবে দুষিত পদার্থ পানিতে মিশে যায়। এটা দেখার দায়িত্ব ওয়াসার, কিন্তু তা তারা দেখে না। বুধবার ডয়চে ভেলেকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ওয়াসার পানি কেন দূষিত হয় তা ওয়াসাই বলতে পারবে। আমরা দেখেছি যে, সাধারণ মানুষ অভিযোগ করছে এই পানি ময়লা এবং দুর্গন্ধযুক্ত। এই পানি খেয়ে নানা ধরনের রোগে আ্ক্রান্ত হন তারা।
আপনার মতামত লিখুন :