নাঈম কামাল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকে থাকা তিনটি হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার আদালত। এ নির্দেশ কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু? ডয়চে ভেলে
ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, বাংলাদেশের বিদ্যমান আইনে এটা সম্ভব নয়। লিগ্যালি যদি ট্র্যনজেকশন হয়, তাহলে ওরা শুনবে কেন?
তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন, আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন। এভাবে কি সম্ভব? জ্যোর্তিময় বড়ুয়া বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বললে ব্যাংক এগুলো শুনবে না। আদালতের সুনির্দিষ্ট রায় না থাকলে কোনো অ্যাকাউন্ট সম্পর্কেও ওরা বলবে না। শুধুমাত্র ওদের দেশের ফিনান্সিয়্যাল ইউনিট থেকে কিছু বললে ওরা শুনবে। তাছাড়া ওদের ব্যাংকিং আইন অনুযায়ী ওরা চলে। সেখানে ওই টাকাগুলো ফেরত আনারও কোনো সুযোগ নেই।
যুক্তরাজ্যের স্যানট্যান্ডার ব্যাংক ইউকে'তে তারেক রহমানের নামে দুটি এবং তার স্ত্রীর নামে একটি ব্যাংক হিসাব জব্দ করেছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেন হওয়ার অভিযোগ রয়েছে। ব্রিটেনের ফিন্যান্সিয়্যাল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) এসব ব্যাংক হিসাব আগেই জব্দ করেছে । দুদকের অনুমতি মামলার আবেদনে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বিনিয়োগ করার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে দেখা যায়, স্যানট্যান্ডার ব্যাংক ইউকে'তে পরিচালিত একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে তারেক রহমান এবং জোবায়দা রহমানের তিনটি ব্যাংক হিসাবে ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড স্থানান্তর এফআইইউ, ইউকের নির্দেশে আটক আছে। ওই অর্থ তারা অন্যত্র হস্তান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। তাই বর্ণিত অর্থের বিষয়ে এখনি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বেহাত হয়ে যাওয়ার সম্ভবনা।
কিন্তু যেহেতু আগে থেকেই অ্যাকাউন্টগুলো সে দেশের সরকার জব্দ করে রেখেছে, তাহলে নতুন করে কিভাবে জব্দ হবে? যুক্তরাজ্যে থাকা তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সংক্রান্ত একটি অভিযোগের অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে এই অনুসন্ধান চলছে। গত বছর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন ‘প্রভাবিত করার উদ্দেশ্যে' আসা দেড়শ' কোটি টাকার' একটি অংশ উদ্ধারের পর তার সঙ্গে তারেকের সম্পৃক্ততার দাবি করেছিল র্যাব।
এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে যে অপরাজনীতি চলছে, এটা তারই প্রতিফলন।
আপনার মতামত লিখুন :