শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারলো না রূপগঞ্জ

নিজস্ব প্রতিবেদক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮৮ রানে হারিয়েছে শক্তিশালী দল লিজেন্ডস অব রূপগঞ্জ। যদিও সর্বোচ্চ সংখ্যক জয়েও দলটি শিরোপার ছুঁতে পারেনি দলটি। রানার্সাপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নাঈম ইসলামের দলটিকে। শেষ রাউন্ডে সৌম্য সরকারময় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এই আসরেও রান রেটে এগিয়ে থাকায় শিরোপার ধরে রাখে। পুরা আসর শেষ করেছে ১৩টি জয় নিয়ে। সমান জয় পেয়েছিলো রূপগঞ্জয়ও। রান রেটে পিছিয়ে থাকার কারণেই শিরোপার স্বাদ পায়নি তারা।

সুপার লিগের ম্যাচে মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২৭ রানের পাহাড় জড়ো করে দলটি। দলের পক্ষে এদিন শতক হাঁকান ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম। এদিনও তিনি পেয়ে যান তিন অঙ্কের রানের দেখা। ১৩০ বলে ১৩৬ বলের ইনিংসে ছিল ১৯টি চারের মার। এছাড়া মেহেদী মারুফ ৫৪, মুমিনুল হক ৫২, জাকের আলী ২৭, অধিনায়ক নাঈম ইসলাম অপরাজিত ২৪ ও মুক্তার আলী অপরাজিত ঝড়ো ২২ রান করেন। প্রাইম ব্যাংকের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহর শেখ, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও নাঈম হাসান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার রুবেল মিয়া ও এনামুল হক বিজয়। রুবেল ৩৭ ও বিজয় ২৬ রান করে সাজঘরে ফেরার পর দ্রুত সালমান হোসেন ও জাকির হাসান সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় দল। আরিফুল হক ও নাহিদুল ইসলামের ব্যাটিং সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে। নাহিদুলের ৭৪ রানের ইনিংস হারের ব্যবধান কমায়। আরিফুল করেন ৩৩ রান। শেষপর্যন্ত দল গুটিয়ে যায় ২৩৯ রানে, ৪২.১ ওভার ব্যাট করে। রূপগঞ্জের পক্ষে মোহাম্মদ শহীদ শিকার করেন চারটি উইকেট। মুক্তার আলী ও নাবিল সামাদ দুটি করে উইকেট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়