শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারলো না রূপগঞ্জ

নিজস্ব প্রতিবেদক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮৮ রানে হারিয়েছে শক্তিশালী দল লিজেন্ডস অব রূপগঞ্জ। যদিও সর্বোচ্চ সংখ্যক জয়েও দলটি শিরোপার ছুঁতে পারেনি দলটি। রানার্সাপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নাঈম ইসলামের দলটিকে। শেষ রাউন্ডে সৌম্য সরকারময় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এই আসরেও রান রেটে এগিয়ে থাকায় শিরোপার ধরে রাখে। পুরা আসর শেষ করেছে ১৩টি জয় নিয়ে। সমান জয় পেয়েছিলো রূপগঞ্জয়ও। রান রেটে পিছিয়ে থাকার কারণেই শিরোপার স্বাদ পায়নি তারা।

সুপার লিগের ম্যাচে মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২৭ রানের পাহাড় জড়ো করে দলটি। দলের পক্ষে এদিন শতক হাঁকান ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম। এদিনও তিনি পেয়ে যান তিন অঙ্কের রানের দেখা। ১৩০ বলে ১৩৬ বলের ইনিংসে ছিল ১৯টি চারের মার। এছাড়া মেহেদী মারুফ ৫৪, মুমিনুল হক ৫২, জাকের আলী ২৭, অধিনায়ক নাঈম ইসলাম অপরাজিত ২৪ ও মুক্তার আলী অপরাজিত ঝড়ো ২২ রান করেন। প্রাইম ব্যাংকের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহর শেখ, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও নাঈম হাসান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার রুবেল মিয়া ও এনামুল হক বিজয়। রুবেল ৩৭ ও বিজয় ২৬ রান করে সাজঘরে ফেরার পর দ্রুত সালমান হোসেন ও জাকির হাসান সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় দল। আরিফুল হক ও নাহিদুল ইসলামের ব্যাটিং সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে। নাহিদুলের ৭৪ রানের ইনিংস হারের ব্যবধান কমায়। আরিফুল করেন ৩৩ রান। শেষপর্যন্ত দল গুটিয়ে যায় ২৩৯ রানে, ৪২.১ ওভার ব্যাট করে। রূপগঞ্জের পক্ষে মোহাম্মদ শহীদ শিকার করেন চারটি উইকেট। মুক্তার আলী ও নাবিল সামাদ দুটি করে উইকেট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়