শিরোনাম
◈ শাহবাগে আজও প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা (ভিডিও) ◈ আধিপত্য থেকে বৈধতার সংকটে আওয়ামী লীগ! ◈ আশুলিয়ায় পোশাক কারখানার ভেতরে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ◈ গাজীপুরে ৮১ জন গ্রেফতার অপারেশন ডেবিট হান্টের ৩য় দিনে ◈ ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি (ভিডিও) ◈ বাধার মুখে ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে ফিরে এল র‍্যাব ◈ জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত ◈ চলতি মাসের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ, কমিটিতে দেড় শতাধিক ছাত্রনেতা ◈ শহীদ মিনারে ৬ দফা দাবিতে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি (ভিডিও) ◈ দুর্নীতি সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের (ভিডিও)

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারলো না রূপগঞ্জ

নিজস্ব প্রতিবেদক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮৮ রানে হারিয়েছে শক্তিশালী দল লিজেন্ডস অব রূপগঞ্জ। যদিও সর্বোচ্চ সংখ্যক জয়েও দলটি শিরোপার ছুঁতে পারেনি দলটি। রানার্সাপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নাঈম ইসলামের দলটিকে। শেষ রাউন্ডে সৌম্য সরকারময় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এই আসরেও রান রেটে এগিয়ে থাকায় শিরোপার ধরে রাখে। পুরা আসর শেষ করেছে ১৩টি জয় নিয়ে। সমান জয় পেয়েছিলো রূপগঞ্জয়ও। রান রেটে পিছিয়ে থাকার কারণেই শিরোপার স্বাদ পায়নি তারা।

সুপার লিগের ম্যাচে মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২৭ রানের পাহাড় জড়ো করে দলটি। দলের পক্ষে এদিন শতক হাঁকান ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম। এদিনও তিনি পেয়ে যান তিন অঙ্কের রানের দেখা। ১৩০ বলে ১৩৬ বলের ইনিংসে ছিল ১৯টি চারের মার। এছাড়া মেহেদী মারুফ ৫৪, মুমিনুল হক ৫২, জাকের আলী ২৭, অধিনায়ক নাঈম ইসলাম অপরাজিত ২৪ ও মুক্তার আলী অপরাজিত ঝড়ো ২২ রান করেন। প্রাইম ব্যাংকের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহর শেখ, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও নাঈম হাসান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার রুবেল মিয়া ও এনামুল হক বিজয়। রুবেল ৩৭ ও বিজয় ২৬ রান করে সাজঘরে ফেরার পর দ্রুত সালমান হোসেন ও জাকির হাসান সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় দল। আরিফুল হক ও নাহিদুল ইসলামের ব্যাটিং সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে। নাহিদুলের ৭৪ রানের ইনিংস হারের ব্যবধান কমায়। আরিফুল করেন ৩৩ রান। শেষপর্যন্ত দল গুটিয়ে যায় ২৩৯ রানে, ৪২.১ ওভার ব্যাট করে। রূপগঞ্জের পক্ষে মোহাম্মদ শহীদ শিকার করেন চারটি উইকেট। মুক্তার আলী ও নাবিল সামাদ দুটি করে উইকেট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়