মাকসুদা লিপি : চাঁপাইনবাবগঞ্চের গোমস্তাপুর ও নাচোল উপজেলার বরেন্দ্র অঞ্চলে বেড়েছে সোলার নির্মিত সেচ পাম্পের ব্যবহার। সেচের খরচ কমে আসায় চাষাবাদ বাড়ছে। ডিবিসি নিউজ
কৃষিবিদরা বলছেন ভূ-উপরিস্থ পানি ব্যবহার করায় ফলনও বাড়ছে। সোলার পাম্পের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছেন বরেন্দ্র অঞ্চলের কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্চের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় বৃষ্টির পানির উপর নির্ভর করে বছরে একটি ফসলই ফলানো হত। এখন সেখানে বোরো, আমন ও চৈতালি ফসল ফলছে। সোলার সেচ পাম্প বদলে দিয়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকদের জীবন। মহানন্দা ও পূর্নভাবা নদী থেকে পাইপ লাইনে বরেন্দ্র অঞ্চলে খনন করা ৬ কিলোমিটার দীর্ঘ খালে পানি সংগ্রহ করা হয়। সেই পানি সোলার সেচ পাম্পের মাধ্যমে জমিতে দিতে পারছেন কৃষকরা। সেচ খরচ কমে আসায় এক সময় পতিত জমিতেও এখন আবাদ হচ্ছে।
কৃষকরা জানান, সোলার আসার পর থেকে এখন ফলন বেশি হচ্ছে । জমিতে এখন সরিষা হচ্ছে ভূট্টা হচ্ছে। এবং সোলারের ফলে খরচও কম হচ্ছে।
সোলার সেচ পাম্পের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষ। ১৯ টি সোলার পাম্প প্রকল্পের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের প্রায় ৫’শ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া হচ্ছে। এই সুবিধা ভোগ করছেন প্রায় ৫ হাজার কৃষক।
আপনার মতামত লিখুন :