নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক সফরের জন্য ম্যানেজার হিসেবে দেখা যায় সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে। কিন্তু গত কয়েকটা সফরে যেতে চান না তিনি। তাই নতুন কাউকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় টাইগারদের সাথে। আর তাই ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাশরাফি-সাকিবদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আন্তর্জাতিক সফরগুলোতে ম্যানেজারের দায়িত্ব থাকে দলের ভালোমন্দ দেখভাল করা। সফরে দল কতটুকু সুবিধাদি পাচ্ছে এর উপরও অনেকাংশে নির্ভর করে দলের পারফরম্যান্স। পরোক্ষভাবে দলের পারফরম্যান্সে টিম ম্যানেজার রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দলের ম্যানেজার ছিলেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ক্রাইস্টচার্চ থেকে ফেরার কালে অবশ্য সুখকর অভিজ্ঞতা হয়নি তার। আর তাই নতুন করে প্রধান নির্বাচককে ম্যানেজারের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।
নান্নু ম্যানেজার হলে অবশ্য দুইদিক থেকে উপকৃত হবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সফরে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে পরিবর্তন আনা হতে পারে বিশ্বকাপ দলে। প্রধান নির্বাচক ম্যানেজার হিসেবে দলের সাথে থাকলে খেলোয়াড়দের যাচাই করতে পারবেন ভালো করে। তাছাড়া খেলোয়াড়রাও বিশ্বকাপের আগে শেষ সফরে নিজেদের ভালোমন্দ নির্দ্বিধায় বলতে পারবেন ‘প্রধান নির্বাচক কাম ম্যানেজারে’র কাছে।
আপনার মতামত লিখুন :