শিরোনাম
◈ রোবট কুকুর ‘স্পট’ পাহাড়া দিচ্ছে ট্রাম্পের বাড়ি, স্পটের প্রতিটি পায়ে পথচারীদের জন্য সতর্কবার্তা রয়েছে ◈ ‘নেইমারকে চাই না, এই ক্লাবতো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়’ ◈ দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি ও উৎপাদন ◈ নবীজির নির্মিত প্রথম মসজিদে এ বছর প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায় ◈ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে  সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা  ◈ ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার ◈ চাঁদপুরে মায়ার বাড়িতে ভাঙচুর-লুটপাট চালিয়ে আগুন ◈ ১০০ দিনে ৮৬ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার ◈ কারাগারে পাঠানোর আদেশ শুনে পালাল আসামি, অতপর... ◈ পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা শত শত কর্মকর্তা (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রুনাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

ডেস্ক রিপোর্ট : সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে শেখ হাসিনাকে। বাংলানিউজ

সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ।

রোববার সকাল আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৫ ফ্লাইটে ব্রুনাই দারুস সালামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেয়া হয় সফরকালীন আবাসস্থল এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে।

সফরকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সাতটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে।

সফরের প্রথম দিন রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে বাংলাদেশ হাই কমিশনারের দেয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন সকাল ১১টায় ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানের চেরাদি লায়লা কেনচানায় সুলতান বলকিয়া ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন। এরপর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে।

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্টাস্ট্রি এবং বাংলাদেশ থেকে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধিদের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর জামে আসর মসজিদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আসরের নামাজ আদায় করবেন তিনি। রাতে সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে সুলতান বলকিয়ার দেওয়া নৈশ ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের শেষ দিন মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ব্রুনাইয়ের কুটনৈতিক এলাকা জালান কেবাংসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।

এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৬ ফ্লাইটে ব্রুনাই সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে আটটার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়