মুসবা তিন্নি : প্রতিবছর রোজায় নিত্য পণ্যের দাম বাড়ার ঘটনা আমরা দেখে আসছি বহু বছর ধরেই। কিন্তু ক’বছর হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে রোজার ঠিক একমাস আগে থেকে। আর রোজা এলে বলা হচ্ছে, কই দাম তো বাড়েনি? কেনো ব্যবসায়ীদের এই নয়া ফন্দি? কি কারণে সাধারণ জনগণ ব্যবসায়ীদের কাছে অসহায় হয়ে থাকছে প্রতিবছর এবং দুর্ভোগের শিকার হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শনিবার একাত্তর টিভির সংবাদ যোগ অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। একাত্তর টিভি
রোজার মাসের বিশেষ পণ্য যেমন ছোলা, মসুর, ডাল ইত্যাদির দাম রাতারাতি বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, আমরা বলেছি রোজার মাসে জিনিসপত্রের দাম বাড়বে না। যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। ছোলা আমদানি যথেষ্ট পরিমাণ হয়েছে। যে পরিমাণ এলসি খোলা আছে, যা প্রয়োজন তার চেয়ে বেশিই খোলা হয়েছে। অর্থাৎ কোনো কারণই নেই ছোলা ও মসুর ডালের দাম বাড়ার। এগুলো যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কয়েকদিনের মধ্যে টিসিবির কাছে যা মজুত রাখা আছে তাও বাজারে চলে আসবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়েনি, যারা আমদানি করছে, তারাও দাম বাড়ায়নি। আড়তদারেরা কথা দিয়েছে দাম বাড়াবে না। হয়তো সামান্য কিছু দাম বাড়তে পারে চিনির। যারা খুচরা বিক্রি করছে তারা এই দাম বৃদ্ধির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এর বিরুদ্ধে আমরা খুব শিগ্রই ব্যবস্থা নিবো। ইতিমধ্যেই আমরা বাজার মনিটরিংয়ের জন্য বলে দিয়েছি। এবার রমজান দেখে একেবারে কোনো কারন ছাড়াই যদি কোনো ব্যবসায়ী সুযোগ নিয়ে দাম বাড়ায়, আমরা খুব শক্তভাবেই আইনি প্রক্রিয়ায় যাবো।
আপনার মতামত লিখুন :