শিরোনাম
◈ মার্কিন শুল্কনীতি: সংকট মোকাবিলায় তৈরি হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাব ◈ ভারতে জেল খেটে ফিরলো ৭ বাংলাদেশি ◈ অনসোর পিএসসির খসড়া প্রস্তুত, মন্ত্রণালয়ে যাচ্ছে শিগগিরই! ◈ নিউজিল্যান্ড এ’ দলের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের স্কোয়াড ঘোষণা, দ‌লে আস‌লেন মুস্তাফিজ ◈ বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় ◈ দেশে নতুন ভোটার ৬৩ লাখ, বাদ ২৩ লাখ মৃত ভোটার ◈ দেশের দক্ষিণের ২১ জেলায় বিকেল থেকে ‘ব্ল্যাক আউট’ ◈ বড় দুই ভাই টম ও স্যাম কারান ইংল্যান্ডের হ‌য়ে খেল‌লেও বাবার দেশের হয়ে খেলছেন বেন কারান! ◈ জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে, শিক্ষার্থীদের আসিফ নজরুল ◈ তিন দাবিতে ফের আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমদানিকারক আড়তদাররা রোজায় দাম বাড়াবে না, খুচরা ব্যবসায়িরা বাড়ালে ব্যবস্থা, বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী

মুসবা তিন্নি : প্রতিবছর রোজায় নিত্য পণ্যের দাম বাড়ার ঘটনা আমরা দেখে আসছি বহু বছর ধরেই। কিন্তু ক’বছর হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে রোজার ঠিক একমাস আগে থেকে। আর রোজা এলে বলা হচ্ছে, কই দাম তো বাড়েনি? কেনো ব্যবসায়ীদের এই নয়া ফন্দি? কি কারণে সাধারণ জনগণ ব্যবসায়ীদের কাছে অসহায় হয়ে থাকছে প্রতিবছর এবং দুর্ভোগের শিকার হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শনিবার একাত্তর টিভির সংবাদ যোগ অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। একাত্তর টিভি

রোজার মাসের বিশেষ পণ্য যেমন ছোলা, মসুর, ডাল ইত্যাদির দাম রাতারাতি বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, আমরা বলেছি রোজার মাসে জিনিসপত্রের দাম বাড়বে না। যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। ছোলা আমদানি যথেষ্ট পরিমাণ হয়েছে। যে পরিমাণ এলসি খোলা আছে, যা প্রয়োজন তার চেয়ে বেশিই খোলা হয়েছে। অর্থাৎ কোনো কারণই নেই ছোলা ও মসুর ডালের দাম বাড়ার। এগুলো যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কয়েকদিনের মধ্যে টিসিবির কাছে যা মজুত রাখা আছে তাও বাজারে চলে আসবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়েনি, যারা আমদানি করছে, তারাও দাম বাড়ায়নি। আড়তদারেরা কথা দিয়েছে দাম বাড়াবে না। হয়তো সামান্য কিছু দাম বাড়তে পারে চিনির। যারা খুচরা বিক্রি করছে তারা এই দাম বৃদ্ধির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এর বিরুদ্ধে আমরা খুব শিগ্রই ব্যবস্থা নিবো। ইতিমধ্যেই আমরা বাজার মনিটরিংয়ের জন্য বলে দিয়েছি। এবার রমজান দেখে একেবারে কোনো কারন ছাড়াই যদি কোনো ব্যবসায়ী সুযোগ নিয়ে দাম বাড়ায়, আমরা খুব শক্তভাবেই আইনি প্রক্রিয়ায় যাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়