ইউসুফ মিয়া : “ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ী ফিরুন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ট্রাফিক পক্ষ-২০১৯ উপলক্ষ্যে সচেতনাত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রেখে একটি র্যালী বের হয়।
র্যালীটি রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির উদ্বোধনের মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহম্মদ রেজাউল করিম, রাজবাড়ি জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রকিবুল হাসান পিন্টু, রাজবাড়ি ট্রাক মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মো. দিদারুল হক হিরু প্রমুখ অংশগ্রহন করে।
র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী রেলগেট চত্বরে শেষ হয়।
র্যালী শেষে রেলগেট চত্বরে ট্রাফিক সচেতনতা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :