আব্দুর রাজ্জাক : পর্তুগালের মাদেইরা দ্বীপে উল্টে যাওয়া বাসটি জার্মান পর্যটকদের বহন করছিলো। কানিকো শহরের নিকটবর্তী এই দুর্ঘটনায় আরো ২৭ জন পর্যটক আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বিবিসি
নিহতদের মধ্যে ১১জন পুরুষ বাকী ১৭ জন নারী । এরা সবাই জার্মান পর্যটক বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটে ।
পর্তুগালের জাতীয় সংবাদ সংস্থা লুসা জানায় , যাত্রীবাহী বাসটিতে ৫৫জন যাত্রী ছিলো । বাসটি শিকাগো শহরের কাছে মাদেইরা এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারান । ফলে বাসটি সড়ক থেকে ছিটকে নীচে পরে যায় । ঘটনাস্থলেই ২৮ যাত্রীর মৃত্য হয় ।
স্থানীয় মেয়র ফিলিপ সুজা বলেন, এই ঘটনা বর্ণনা করা ভাষা তার নাই । হতাহতদের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না । নিহতদের সকলেই জার্মান নাগরিক । তবে আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় নাগরিক থাকতে পারেন।
তিনি আরো বলেন, এই দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পর্তুগীজ রাষ্ট্রপতি মার্সলো র্যা বেলো ডি সুজা ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী এন্থোনিও কোস্তা জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলকে শোকবার্তাও পাঠিয়েছেন ।
আপনার মতামত লিখুন :