শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত চ্যাম্পিয়ন মিনারভাকেও রুখে দিলো আবাহনী

আক্তারুজ্জামান : এএফসি কাপে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রাখলো ঢাকা আবাহনী লিমিটেড। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্শিয়াংদিকে তাদের মাঠেই হারানোর পর আজ ড্র করেছে। ঘরের মাঠে ভারত চ্যাম্পিয়ন মিনারভা পাঞ্জাবকে রুখে দিয়ে ২-২ গোলে সমতা নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে মারিও লোমেসের দল।

আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ মিনারভার বিরুদ্ধে দারুণ লড়াই করেছে জীবন, সানডে আর সাইঘানিরা। ভারতীয় চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করে তাদের জালে দুবার বল পাঠিয়েছে। যদিও নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। তবে একটি পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে সোহেল রানারা।

ম্যাচের ১৬ মিনিটে মোহাম্মদ আমনাহ গোলে এগিয়ে যায় সফরকারী মিনারভা। কিন্তু ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বাংলাদেশ চ্যাম্পিয়নরাও। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে থাকতে থাকা নাবিব নেওয়াজ জীবন ২০ মিনিটেই গোল শোধ করেন। বিরতিতে যাওয়ার আগে আবারও গোল খেয়ে বসে স্বাগতিকরা।

৪২ মিনিটে শ্রেয়াসের নান্দনিক শটে পরাস্ত হন সোহেল রার্না। ফলে ২-১ এগিয়ে থেকে বিরতি যায় মিনারভা। বিরতি থেকে এসে দলকে সমতায় নিতে বেশি সময় নেয়নি দেশ সেরার খেতাব নিয়ে মাঠে নামা আবাহনীও। ৪৮ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার গোলে আবারও ম্যাচ সমতায় আসে। এই সমতায় শেষ হয় খেলা।

যদিও এরপর কিছু দারুণ সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু কাক্সিক্ষত জালের দেখা না পাওয়ায় এগিয়ে যাওয়া হয়নি। আবার ভারতীয়রাও সুযোগ পেয়েছিল কিন্তু সোহেল রানার ক্ষিপ্র গতির সেভের কাছে পরাস্ত ছিল।

একটি জয় ও একটি ড্র নিয়ে এএফসি কাপের ‘ই’ গ্রুপে বাংলাদেশের আবাহনী লিমিটেড শীর্ষে আছে। দুটি ড্র নিয়ে মিনারভা আছে দুইয়ে। এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৩০ এপ্রিল। ভারতের চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে তাদের মাঠে আতিথ্যতা নেবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়