শিরোনাম
◈ সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণ, টেকনাফে আতঙ্কে স্থানীয়রা ◈ মাদক সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী টয়ার প্রতিক্রিয়া ◈ আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা মিলবে সঞ্চয়পত্রে  ◈ বাংলাদেশের জনগণের উদ্দেশে খোলা চিঠি ভারতীয় সুধীজনদের (ভিডিও) ◈ ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ ◈ দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস ◈ আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান ◈ ফিলিস্তিনিরা হেলাফেলার যোগ্য নয়, প্রতিটি ফিলিস্তিনির জীবন গুরুত্বপূর্ণ : ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা  ◈ মুর্শিদাবাদ-মালদহ বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন ◈ আ. লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহাল থাকছে ‘এলআরবি’ পরিবর্তন আসতে পারে লাইনআপে

মহিব আল হাসান : দেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। এ দলটি নিজ হাতে গড়ে তুলেছিলেন প্রয়াত জনপ্রিয় কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে ছিলো এলআরবি। কে ধরবে এলআরবির হাল?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগে এলআরবির সঙ্গে যুক্ত হন শিল্পী বালাম। বালামের যুক্ত হওয়া নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয়। সেই সঙ্গে যুক্ত হয়েছিলো এলআরবি ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি’ রাখায় নানা সমালোচনা।

অবশেষে সব সমালোচনার অবসান ঘটলো। পরিবর্তন হচ্ছেনা এলআরবির নাম। বুধবার দুপুরে এলআরবি ব্যান্ডের ম্যানেজার শামীম আহমেদ, ‘এলআরবির নাম পরিবর্তন হয়ে ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি’ হচ্ছে না। আমরা এলআরবি নিয়েই সামনের দিকে এগিয়ে যাবে। যেই সমস্যাগুলো হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে। এলআরবি নাম নিয়ে বাচ্চু ভাইয়ের পরিবারের কোনও আপত্তি জেনে খুব খুশি হয়েছি। আমরা শিগগিরই সবাই মিলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবো বিষয়টি।’

তিনি আরও বলেন, নামের পরিবর্তন হচ্ছে না। একটু েঝামেলা ছিলো তা ঠিক হয়ে গেছে। আমরা বাচ্চু ভাইয়ের স্মৃতি নিয়ে এগিয়ে যেতে চাই। বাচ্চু ভাই এলআরবি নিয়ে যে পরিকল্পনা করেছিলেন তা আমরা পূরণ করবো। আর আমরা দলের কিছু লাইন আপ পরিবর্তন করার কথা ভাবছি।

উল্লেখ্য, ১৯৯০ সালে আইয়ুব বাচ্চুর নিজ হাতে গড়ে তোলেন এলআরবি ব্যান্ড দল। শুরুতে ব্যান্ড দলটির নাম ছিলো ‘লিটল লিভার ব্যান্ড’ (এলআরবি)। এরপর ১৯৯৭ সালে নামের পরিবর্তন আসে। পরিবর্তন এসে নাম হয় ‘লাভ রানস ব্যান্ড’ (এলআরবি)। পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ করেন দলটি। উপহার দিয়েছেন দর্শকদের অসংখ্যা জনপ্রিয় ও নিরীক্ষামূলক গান! যা বাংলা ব্যান্ড সংগীতকে নিয়ে যায় অনন্য এক উচ্চতায়।

প্রসঙ্গত, গত বছর ১৬ অক্টোবর রংপুরে শেষ কনসার্ট করে আইয়ুব বাচ্চু ও এলআরবি। ১৭ অক্টোবর ঢাকায় ফিরেন তিনি। এরপর ১৮ অক্টোবর নিজ বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়