নিজস্ব প্রতিবেদক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম পর্বে দাপুটে জয় নিয়ে সুপার লিগে এসে মনে হয় যেনো হেলিয়ে পড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার সিক্সের প্রথম ম্যাচে গ্রুপ পর্বে কোনো রকম খেলে সুপার লিগ নিশ্চিত করা শেখ জামাল ধানমন্ডির ক্লাবের কাছে ২৩৬ রানে অলআউট হয়ে যায়। শেখ জামাল সেই ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয়। লিগের দ্বিতীয় ম্যাচ মিরপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আরো করুণ দশা আনামুল হক বিজয়ের দলের। ফরহাদ রেজার দলের কাছে ৭ উইকেটে হারে প্রাইম ব্যাংক।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ১৬৯ রানেই গুঁটিয়ে যায় প্রাইম ব্যাংক। দলীয় মাত্র ৯ রানেই টপ অর্ডারের তিন জন ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাপুটে চলে যায় বিজয়ের দল। হ্যাট্রিক সেঞ্চুরি করা বিজয় এদিন মাত্র পাঁচ রান করতে পারেন। সর্বোচ্চ রান করেন অলুক কাপালি ৬২, আল আমিন ৩২, আরিফুল হক ২৭ ও মনির হোসাঈন ২৩ রান করেন। এই ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। প্রাইম দোলেশ্বরের হয়ে ৪ উইকেট তুলে নেন রেজা। এছাড়া মুনির খান ও তৈবুর রহমান দুটি করে উইকেট শিকার করেন।
স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের দেখা পায় প্রাইম দোলেশ্বর। শরিফ হাসানের ৫৫, রেজার অপরাজিত ঝড়ো ব্যাটিং ২৪ বলে ৪১ ও মার্শাল আয়ুবের অপরাজিত ২৫ রানেই এই পায় তারা। প্রাইম ব্যাংকের হয়ে আরিফুল, মনির ও নাঈম একটি করে উইকেট তুলে নেন।