শিরোনাম
◈ 'ইতরামির একটা সীমা আছে', আদালতে ক্ষেপে পুলিশকে ঝাড়লেন কামরুল ইসলাম(ভিডিও) ◈ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ◈ ডিজিটাল স্ক্রিনে ‘আ.লীগ আরো ভয়ঙ্কর রূপে ফিরবে’ উঠায় হাসপাতাল ভাঙচুর!(ভিডিও) ◈ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক! ◈ কয়েক হাজার লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা, শাহবাগে আটকে দিল পুলিশ ◈ সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া, তারপরেই আছেন তারেক রহমান: ব্যারিস্টার রুমিন ফারহানা ◈ শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রুহুল কবির রিজভী ◈ ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি ◈ উদ্বেগ-উৎকণ্ঠা আর অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডন গেলেন খালেদা জিয়া ◈ এমনভাবে কথা বলছেন যেন ক্ষমতায় চলে আসছেন : ব্রিটিশ এমপি রূপা হক (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলিয়াস আলী নিখোঁজের ৭ বছর আজ

আসিফ হাসান কাজল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ৭বছর পূর্ণ হলো আজ।

২০১২ সালের ১৬ এপ্রিল মধ্যরাতে নিখোঁজ হন দলটির এই গুরুত্বপূর্ণ নেতা। তাকে স্মরণ করে বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ‘বুধবার ইলিয়াস আলীর গুমের ৭ বছর পূর্ণ হয়েছে। তার স্মরণেই প্রতিবাদ সভার আয়োজন করেছে বিএনপি।’ বাংলা ট্রিবিউন

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ীচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস। ওই সময় সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালন করে বিএনপি, পুলিশের সাথে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে নিহত হয় ৩জন।

সিলেট বিএনপির একাধিক নেতাকর্মীরা মনে করেন, ২০১১ সালে ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে ইলিয়াস আলীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিলো, সেই রকম কোন আন্দোলন সিলেটের অভ্যন্তরীণ বিষয়ে কোন রাজনৈতিক দল করতে পারেনি।

প্রতিবছর ১৭ এপ্রিল ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রতিবাদী কর্মসূচী পালন করলেও গত বছর থেকে দোয়া মাহফিলের আয়োজন করছে সিলেট জেলা বিএনপি। আজ বুধবার হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে আসরের নামাজ পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইলিয়াস আলী ফিরে আসবেন এমন প্রত্যাশা শুধুমাত্র দলের নেতাকর্মীরা করেননা, এখনো পথপানে চেয়ে রয়েছেন ইলিয়াসের মা সূর্যবান বিবি(৭৫)। তিনি বলেন, ” এক বৈশাখ নিছে, আরও এক বৈশাকে আইবো ”

গাড়ীচালক আনসার আলীর পরিবারের একই আশা তার স্ত্রী মুক্তা বেগম মনে করেন, তারা দুইজন যেখানেই আছেন একসাথেই আছেন ও জীবিত আছেন। একদিন তারা বাড়ী ফিরবেন একসাথেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়