ইউসুফ বাচ্চু : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির কর্তৃত্ব কার নিয়ন্ত্রণে থাকবে এ নিয়ে দলটির ভিতরে চলছে ঠাণ্ডা লড়াই। আপাতদৃষ্টিতে আপন ছোট ভাই জিএম কাদেরকে এরশাদের অবর্তমানে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলেও দলের ভিতরে থাকা কয়েকজন সিনিয়র নেতা এরশাদের এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
তারা চাচ্ছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান বানাতে। এদিকে জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান ঘোষণা করায় তৃৃণমূল নেতাকর্মীদের মাঝে স্বস্তি বিরাজ করছে, তবে পার্টিতে জিএম কাদের বিরোধীরা এখনও সক্রিয় থাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা।
এদিকে গত ৪এপ্রিল জিএম কাদেরকে পুনরায় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান ঘোষণা করার পর থেকে পার্টির নেতাকর্মীরা এরশাদের বাসবভন প্রেসিডেন্ট পার্কে পাহারা অব্যাহত রেখেছেন, যাতে কাদের বিরোধীরা এরশাদকে দিয়ে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে না পারে। এরশাদ নিজেও শেষ বয়সে নিজ সিদ্ধান্ত পরিবর্তন না করে ভাইকে পার্টির উত্তরাধিকার হিসেবে দেখতে চান। এতে পার্টিতে কাদের বিরোধীদের পাত্তা দিচ্ছেন না এইচ এম এরশাদ।
এ বিষয়ে জাপার দুই প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পরিবর্তনের জন্য এরশাদের বাসভবনে গেলে তিনি প্রত্যাখান করে সেই দুইনেতাকে ভাৎর্সনা করেন।
অপরদিকে হাল ছাড়ছেন না জিএম কাদের বিরোধীরাও। তারা গুলশানে দফায় দফায় বৈঠক করছেন। যদিও তাদের মাঝে বেশ কজন নেতা ইতিমধ্যে দলের বৃহত্তর স্বার্থে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমি বারবার বলেছি, এ পার্টিতে এরশাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি ইতিমধ্যে জানিয়েছেন কে হবে পার্টির ভবিষ্যৎ কর্ণধার। যদিও এটা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানানরকম আলোচনা আছে।
পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান বলেন, প্রেসিডিয়াম থেকে শুরু করে দলের সকল পদ-পদবী আমরা হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষরে পেয়ে থাকি। পার্টিতে তার সিদ্ধান্তই চূড়ান্ত। জিএম কাদেরের বিষয়েও তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন তা যদি আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করি তাহলেই পার্টির জন্য মঙ্গলজনক।
জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম বলেন, স্বাধীনতা পরবর্তী ইতিহাস দেখলে আমরা বুঝতে পারবো এ দেশে পরিবারের বাইরে কোনো পার্টি টিকে থাকতে পারেনি। মুসলিমলীগ ও জাসদও আজ হারিয়ে যাচ্ছে। যারা এরশাদ পরিবারের বাইরে কাউকে নেতা বানানোর চেষ্টা করছেন তারা প্রকৃতপক্ষে এরশাদ ও জাতীয় পার্টির মঙ্গল কামনা করেননা।
জিএম কাদের মুঠোফোনে এ প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টি এক বড় দল ও সংসদের প্রধান বিরোধীদল। এখানে পদ-পদবীর জন্য প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। এরশাদ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি পার্টির সকল সিনিয়র নেতাদের পরামর্শক্রমে সকলের সমন্বয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে চাই। সকলে একটেবিলে বসলে অনেক বিভেদ ও সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।
আপনার মতামত লিখুন :