শিরোনাম
◈ সাকিব ভালো বোলিং করলেও হেরেছে তার দল বাংলা টাইগার্স  ◈ পাকিস্তান দলের দরজা সবসময় খোলা ফখর জামানের জন্য ◈ শাহজাদপুরে ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, দুই আসামি কারাগারে   ◈ থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার- নবনিযুক্ত  ডিএমপি কমিশনার ◈ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে ◈ আজ ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি দল ◈ গুমের অভিযোগে ২৪ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ ◈ ভারতীয় প্রতিষ্ঠান কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার ◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : জবি উপাচার্য

সৌরভী রায় (জবি) প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, যৌন নিপীড়নকে কখনো ছাড় দেইনি। জবিতে যৌন নিপীড়নের দায়ে শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, আটকে দেয়া হয়েছে পদোন্নতি। জবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।” ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জবি শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ড. মীজানুর রহমান বলেন, “শিক্ষকতা এক সময় ব্রত ছিল। আগে যারা শিক্ষকতা করতেন তাদের লোভ লালসা ছিল না। আমরা আন্দোলন করে শিক্ষকতাকে আকর্ষণীয় পেশা করে তুলেছি। এখন শিক্ষকতা লোভনীয় পেশায় রূপ নিয়েছে। এক সময় শিক্ষকতায় মেধাবীরা আসতো না। এখন অনেকেই শিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। যার মাছের ব্যবসা, চামড়ার ব্যবসা করার কথা সেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষক প্রধান হয়ে বসেছেন। অনেকে কালো টাকা সাদা করার জন্যও শিক্ষা প্রতিষ্ঠান খুলে অধ্যক্ষ বা প্রতিষ্ঠা প্রধান হয়ে বসেছেন। যাদের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই, তারা হয়ে যান শিক্ষক প্রধান।” জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দিপীকা রাণী সরকার, বলেন আমরা নারীরা এ যুগে এসেও যে বরাবর নির্যাতনের শিকার হচ্ছি তা রুখে দেওয়ার সময় এসেছে। আর কোন ব্যক্তি যাতে শিক্ষকতার মহান পেশাকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।” মানববন্ধনে বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষকদের সঙ্গে স্বতঃস্ফুর্তভাবে সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়