সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যে সারা দেশের মত সিংগাইরেও শুরু হয়েছে ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ।’ এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আালী মোল্লার সভাপতিত্বে ও ডা. শবনম বানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুজ্জামন শিশির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারা খাতুন প্রমুখ। এ সময় সিংগাইরে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :