স্পোর্টস ডেস্ক: গতকাল সোমবার আসন্ন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করছে। সেই স্কোয়াডে পেয়েছেন বিজয় শঙ্কর। ভারতের গত দুই সিরিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভালো খেলার ফলস্বরূপই বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি। দলে জায়গা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এই অলরাউন্ডার।
যদিও ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার অবশ্য খুব সহজেই দলে আসেননি। এক্ষেত্রে তাকে লড়াই করতে হয়েছে আম্বাতি রাইডুর সাথে। কিছুদিন আগেও মনে করা হচ্ছিল রাইডুর থাকবেন চূড়ান্ত একাদশে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো বিজয়ের ওপরেই ভরসা রেখেছেন নির্বাচকরা।
বিসিসিআইয়ের এক প্রতিনিধি বলেন, ‘আমরা রাইডুকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছি। কিন্তু শঙ্করও নিজেকে তিন বিভাগেই প্রমাণ করেছে। সে ভালো ব্যাটিং পারে, পরিস্থিতি অনুযায়ী বোলিংও করতে পারে। আবার ফিল্ডার হিসেবেও সে চমৎকার করে।’
বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে আবেগেপ্লুত বিজয় অকপটেই স্বীকার করেছেন যে তার একদিনের স্বপ্নটা সত্যি হয়েছে। এই অলরাউন্ডার তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি সত্যিই খুব গর্বিত। আমার স্বপ্নটা সত্যি হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের দলে বিশ্বকাপজয়ী কিছু খেলোয়াড় আছে। আমি তাদের সাথে কথা বলেছি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ও জয়ের অনুভূতি নিয়ে। তাদের কাছে থেকে অনেক কিছুই জেনেছি। শিখেছি এতো বড় আসরে কীভাবে চাপ সামলে খেলতে হয়।’