শিরোনাম
◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত ◈ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি! (ভিডিও) ◈ ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে ◈ আ.লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের (ভিডিও) ◈ নাগরিক কমিটিতে সারজিস-তুহিনসহ যুক্ত হলো ৪৫ জন ◈ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ◈ ৫০০০ ডিম পাঠানো হলো সেন্ট মার্টিনে কুকুরের জন্য ◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশীলনে ফিরলেন তামিম

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষে সবাই ব্যস্ত বছরের প্রথম দিনটি উৎযাপনে সেই সময়টিতে ব্যাট নিয়ে মাঠে অনুশীলন করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবল। তিনি অবশ্যই আগেই বলেছেন ক্রাইস্টচার্চ নিহতদের স্মরণে এই দিনটি উৎযাপন করবেন না। নিউ জিল্যান্ড সফর থেকে ফেরার পর এই প্রথম ব্যাটিং করলেন তামিম।

রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ঘণ্টাখানেক ব্যাটিং করেছেন তামিম। এদিন শুধু ফ্লিকারে থ্রো ডাউন খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান। নেটে তাকে সহায়তা করেছেন তার বয়সভিত্তিক ক্রিকেটের সতীর্থ ও এখন কোচিংয়ে নাম লেখানো হুমায়ুন কবির শাহিন।

নিজের মতো করে প্রস্তুতি অবশ্য আগেই শুরু করেছেন তামিম। নিউ জিল্যান্ড সফর থেকে ফিরে কিছুদিন ছিলেন বিশ্রামে। এরপর শুরু করেন রানিং ও জিম। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের করে দেওয়া সূচি মেনেই করেছেন ফিটনেস ট্রেনিং। এবার ফিরলেন ব্যাটিংয়ে।

২২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তার আগ পর্যন্ত নিজেই অনুশীলন করে যাবেন। তামিম বলেন, ‘এক মাস পর ব্যাটিং করলাম। ভালো লাগছে। গত কিছুদিনে ফিটনেস ট্রেনিং করেছি। বিশ্রামে থাকায় ওজন যেটুকু বেড়েছিল, আবার ঝরিয়ে ফেলতে পেরেছি। ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। পাশাপাশি ব্যাটিংও করব।’

তিনি আরো বলেন, ‘দলের ক্যাম্প শুরু হওয়ার আগ পর্যন্ত আমার প্রস্তুতি মূল জোর থাকবে ফিটনেসেই। ব্যাটিংয়ে ২০ তারিখ পর্যন্ত শুধু থ্রো ডাউন খেলব। সুনির্দিষ্ট কিছু জিনিস নিয়ে কাজ করার ইচ্ছে আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়