আব্দুর রাজ্জাক : পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর বিতর্কিত হামলার পর থেকে ৪৫ দিনের মধ্যে পাকিস্তানের দ্বারা যুদ্ধবিরতি লংঘনের ঘটনাগুলো ঘটেছে। এতে পাকিস্তানই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার জানায় ভারতের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। ইয়ন
লে. জে. পরামজিত সিংহ বলেন, পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লংঘন করে মর্টার ও কামানের মতো ভারি অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। এভাবে পাকিস্তানি সৈন্যরা শতাধিকবার সীমান্তরক্ষীদের পাশাপাশি জম্মু-কাশ্মীরে সাধারণ লোকদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে ভারতীয় সৈন্যরাও উপযুক্ত জবাব দিয়েছে।
ভারতীয় সামরিক বাহিনী আরো জানায়, বিগত ৪৫ দিনে পাকিস্তানি সৈন্যদের হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যসহ ১০ জন নিহত হয়েছে। শুক্রবারই দুটি মেয়েসহ আরো ৪জন আহত হয়েছে।
আপনার মতামত লিখুন :