শিরোনাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসির বর্ষবরণে ইলিশের পরিবর্তে রুই

কামরুল হাসান: বাংলা নববর্ষ উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। দিবসটি উপলক্ষে ভবনের ভেতরটা সাজানো হয়েছে বাঙালির ঐতিহ্যের নানা অনুষঙ্গ দিয়ে। সকালের নাস্তার মেনুতে পান্তা ভাত থাকলেও ইলিশের পরিবর্তে ছিলো রুই মাছ। এছাড়া শুটকি, আলু, ডাল ভর্তাসহ নানা ধরনের ভর্তা ও দেশীয় মুরগি রাখা হয় মেনুতে। ‘এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ’ গান শুনতে শুনতে নাস্তা করেন সবাই।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ সবাইকে শরীক হতে দেখা গেছে। নির্বাচন কমিশনের ফুয়ারা চত্বরে করা হয়েছে খানাদানার ব্যবস্থা এবং বেসমেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার আগেই সিইসি, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ একসঙ্গে ইসির ফুয়ারা চত্বরে প্রবেশ করেন। এ সময় তারা একসঙ্গে ফটোসেশনেও অংশ নেন। ছোট ছোট ছেলে-মেয়েদের কলরবে মুখরিত হয় ফুয়ারা চত্বর।

কমিশন বৈঠকে বিভিন্ন সময় নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দেয়া নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ইসির সবাই একসঙ্গে নতুন বছর বরণের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। ইসিতে কর্মরতরা চাঁদা নিয়ে এই বৈশাখী উৎসবের আয়োজন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়