শিরোনাম
◈ খুব সহজেই ডাউনলোড করুন নতুন ভোটার আইডি কার্ড ◈ বৈষম্য কমবে আসন্ন বাজেটে, অগ্রাধিকার পাচ্ছে যেসব খাত ◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে নারী এমপির সামনে হস্তমৈথুন

নিউজ ডেস্ক : লন্ডনে চলন্ত বাসে নারী এমপির সামনে বসে হস্তমৈথুন করলেন এক ব্যক্তি। ব্রিটেনের লেবার পার্টির এমপি নাজ শাহর অভিযোগ, বাস থেকে নামার আগ পর্যন্ত জনসম্মুখেই অসভ্যতা অব্যাহত রাখেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত পয়লা এপ্রিল প্রকাশ্যে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন ব্র্যাডফোর্ড ওয়েস্টের এমপি নাজ। ঘটনার বর্ণনা দিয়ে এক বিবৃতিতে নাজ বলেন, ‘ওই ঘটনায় আমার কী করণীয় বুঝে উঠতে পারছিলাম না। পুরোপুরি বিভোর হয়ে পড়েছিলাম। লোকটা আমার সামনেই বসেছিল। হঠাৎ দেখি অসভ্যতা শুরু করেছে। হস্তমৈথুন করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বাসচালককে বললাম,এসব হচ্ছেটা কী? তার পরেও লোকটার অসভ্যতা বন্ধ হয়নি। আমি বাস থেকে নেমে যাওয়ার সময় পর্যন্ত লোকটা অসভ্যতা করে গেছেন। ওই ঘটনার কথা মনে করে আমি এখনো অসুস্থ বোধ করছি।’

নাজ পুলিশকে আরও বলেন, ‘আমি আগে কখনো এমন ঘটনার মুখোমুখি হইনি। নারীদের বাড়ি থেকে বেরিয়ে যাতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়,সেটা সকলেরই মাথায় রাখা উচিত।’

ঘটনার পর পরই মধ্য লন্ডনের হোয়াইটহলে পৌঁছে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান নাজ। তবে পুলিশ এখনো অপরাধীকে ধরতে পারেনি।

অস্বস্তিকর ঘটনার কথা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন ব্রিটেনের এমপি। শেয়ার করেন একটি ইউটিউবে থাকা ভিডিও। যেখানে দেখানো হয়েছে, এমন ঘটনা লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরেই ঘটছে। কিন্তু ৯০ শতাংশ ঘটনাই কেউ জানতে পারছেন না। কারণ যারা এমন ঘটনার শিকার হচ্ছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কাউকে জানাতে চান না।

ওই ভিডিও শেয়ার করে নাজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এমন ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গেই তা পুলিশকে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়