শিরোনাম
◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত ◈ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি! (ভিডিও) ◈ ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে ◈ আ.লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের (ভিডিও) ◈ নাগরিক কমিটিতে সারজিস-তুহিনসহ যুক্ত হলো ৪৫ জন ◈ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু ◈ ৫০০০ ডিম পাঠানো হলো সেন্ট মার্টিনে কুকুরের জন্য ◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিমের পয়লা বৈশাখ

মহিব আল হাসান : অনেক আগেই নাটক টেলিছবি ও সিনেমায় নাম লিখিয়েছেন বিদ্যা সিনহা মিম। নজরকাড়া গ্ল্যামার নিয়ে শোবিজ মাতিয়ে চলেছেন এই অভিনেত্রী । কাজ করছেন এপার বাংলা-ওপার বাংলার ছবিতেও। সিনেমার বাহিরেও ঘুরতে পছন্দ করেন, তবে যদি বিশেষ কোনও দিন হয়ে থাকে তাহলে তো তার আর অন্যকোনও কাজের কথা মাথায় থাকে না। এবার এই নায়িকার কাছে কাজের বিষয়ে জানতে না চেয়ে, জানতে চেয়েছি তাঁর বৈশাখী পরিকল্পনা নিয়ে।

ছোট বেলার পয়লা বৈশাখ নিয়ে মিম বলেন, ‘পয়লা বৈশাখ মানেই নতুন পোশাক,ছোটবেলার পয়লা বৈশাখ ছিলো চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, তবে বন্ধুদের বাসায় যেতাম এর বাহিরে কোথাও যাওয়া পড়তো না। পয়লা বৈশাখে অনেক অনুষ্ঠান হতো সেসময় আমি ছোট থাকায় বাসা থেকে বের হতে দিতো না মা-বাবা। তবে নতুন পহেলা বৈশাখ আসলে নতুন জামা পড়তে হবে সেজন্য কয়েকদিন আগে থেকে নতুন জামা কিনে নিতাম। বাসায় ইলিশ, পান্তা ও খিচুড়ির আয়োজন থাকত। স্কুলজীবনের শেষের দিকে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা চলে আসি। লাক্স সুপারস্টার নির্বাচিত হওয়ার পর থেকে পয়লা বৈশাখ পালনে পরিবর্তন আসে।

[caption id="attachment_852434" align="aligncenter" width="500"] বিদ্যা সিনহা মিম, লাক্স সুপারস্টার-২০০৭ ছবি: সংগৃহীত[/caption]

ঢাকায় আসার পর পয়লা বৈশাখ কেমন কাটতো? ঢাকায় স্থায়ী হওয়ার পর পয়লা বৈশাখ বিভিন্ন জায়গায় পালন করি। যখন নিজ এলাকায় ছিলাম তখন সেখানে আমি সালোয়ার কামিজ পরতাম সেটা ঢাকায় এসে শাড়িতে রুপ নিয়েছে। বলতে গেলে সেই ছোটবেলার শৈশবের আমি পুরোই পরিবর্তন হয়েছি।

এবারের বৈশাখ কোথায় করছেন? দেশে পয়লা বৈশাখের সবচেয়ে জমজমাট আসর বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও রমনার বটমূলে। কিন্তু দুঃখের বিষয় আমার এখনও এই দুটো জায়গায় যাওয়া হয়নি। খুব ইচ্ছা আছে আমার এই জায়গা দুটোতে যাওয়ার। এছাড়াও চ্যানেল আইয়ের বৈশাখ উৎসবে যোগ দেওয়ার কথা আছে।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন মিম। শুরুতেই  হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে মিম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন। পরের বছর ২০০৯ সালে মিম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছবিতে। এছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এছবির জন্যও মিম মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন। তার উল্লেযোগ্য সিনেমার মধ্যে ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘ব্ল্যাক,‘পাষাণ’ ইত্যাদি। সিনেমার পাশাপাশি মিম ছোট পর্দায়  নাটকেও নিয়মিত অভিনয় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়