মহসীন কবির : সাম্প্রতিকালে নারী নির্যাতন হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণ হিসেবে সমাজবিজ্ঞানীরা বলছেন, অপসংস্কৃতি রোধ করার মত শক্তিশালী সংস্কৃতি মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে না ওঠায় এধরনের অপরাধ বাড়ছে। ধর্মীয় নেতারা বলছে, অনুশাসন থেকে দূরে সরে যাওয়ার কারণে এধরনের অপরাধ বাড়ছে। এছাড়া রাজনৈতিক ছত্রচ্ছায়া, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ছাড়াও পূর্বশত্রুতার জের হিসেবে নারীকেই শেষ পর্যন্ত এধরনের নির্যাতনের কবলে পড়তে হচ্ছে। অপরাধবিজ্ঞানীরা বলছেন, দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে না পারলে এধরনের অপরাধ মহামারী আকারে ছড়িয়ে পড়বে। গত ১ সপ্তাহে পত্র-পত্রিকার খবর অনুযায়ী ২৫ জনের মধ্যে নারী ও শিশু নির্য়াতনের শিকার হয়েছেন, মৃত্যু হয়েছে অনেকের। এছাড়া নুসরাতের মৃত্যু নাড়া দিয়েছে গোটাদেশকে। নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তারপরও নির্যাতনের ঘটনা থামছে না।
চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে মসজিদের ইমামের বিরুদ্ধে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আর অভিযোগের প্রতিবাদ জানাতে গিয়ে আহত হয়েছেন ভুক্তভোগী ছাত্রীর বড় বোন। এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ইমাম ছৈয়দ আহম্মদ (২৬), যার বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। তবে পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে ইমামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরের নিউমার্কেট তিন নম্বর রুটের একটি বাসের চালকের সহকারীর হাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। লাঞ্ছিত হওয়ার এক পর্যায়ে সহকারীকে আঘাত করে চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে পড়েন বলে জানিয়েছেন ওই ছাত্রী। গত বৃহস্পতিবার বিকেলে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। রাতে পুলিশ নগরীর অক্সিজেন মোড় থেকে চালক বিপ্লব দেবনাথকে গ্রেফতার ও বাসটি জব্দ করেছে।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রতিবন্ধী নারী (৪০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত শনিবার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযোগও উঠেছে যে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু একটি প্রতিবন্ধী সংগঠনের পরামর্শে গতকাল শুক্রবার মামলা করে ভুক্তভোগীর পরিবার।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে গৃহ শিক্ষক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে হত্যার হুমকি দিয়ে বারবার ধর্ষণ করেছে। ওই ছাত্রী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর ধর্ষণের আলামত নষ্ট করতে তাকে অপহরণ করা হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাতিকাটা শেখ মণি জ্ঞানেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে ১০ এপ্রিল রাতে গোপালগঞ্জ সদর থানায় ওই স্কুলের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র দত্ত বাদী হয়ে মনোজ কুমার বিশ্বাস ও শাহজাহান শেখের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে ধর্ষণ এবং অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
বরগুনা : বরগুনার পাথরঘাটায় অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) বৃহস্পতিবার গণধর্ষণের শিকার হয়েছে। অসুস্থ অবস্থায় কিশোরীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিশোরীসহ তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা থানায় মামলা করতে চাইলেও পাথরঘাটা থানার ওসি মামলা নেয়নি। পাথরঘাটা থানার ওসি হানিফ সিকদার জানিয়েছেন, মামলা করার মতো কোন বাদী পাওয়া যাচ্ছে না। বরগুনার আমতলীতে গৃহবধুর মুখে কীটনাশক দিয়ে হত্যার চেষ্টা।
মাদারীপুর : মাদারীপুরে দুই কিশোরীকে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ উঠেছে ডাসার থানার দুই এসআই এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘটনার এক সপ্তাহ পেরুলেও গ্রেফতার হয়নি মামলার কোন আসামি। যদিও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের দুই কিশোরীকে আটিপাড়া এলাকার মজিবুর হাওলাদারের ছেলে শাকিব, জাকির মোল্লার ছেলে নয়ন, মন্নান খানের ছেলে আল-আমিন, হুমায়ুন হাওলাদারের ছেলে হৃদয় ও তার বন্ধুরা নয়নের চাচা মাহবুব সরদারের নির্জন ফ্ল্যাটে নিয়ে দুইদিন আটকে রেখে ধর্ষণ করে। গত ৪ এপ্রিল রাতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কিশোরীদের ফ্ল্যাট থেকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও মামলা না নিয়ে বিষয়টি সালিশ-এর মাধ্যমে মীমাংসার চেষ্টা করে। মানবাধিকার কর্মী ও আইনজীবী আবুল হাসান সোহেল বলেন, ‘ধর্ষণের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তা না হলে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যেতে পারে।’
সাভার : সাভারে চাকুরির প্রলোভনে এক নারীকে (৪০) দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার নির্যাতিতা ওই নারী সাভার থানায় মামলা দায়ের করলে পুলিশ সাভার পৌর এলাকার রাজাবাড়ি, গেন্ডা, কাতলাপুর ও ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার টাঙ্গাপাড়া গ্রামের আজাহার সরদারের ছেলে মো. মিরাজ সরদার (৩২), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার পীর মাহমুদ গ্রামের নাবুল হোসেনের ছেলে মো. মোক্তার হোসেন (২৯), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম গ্রামের মৃত নুরুল হকের ছেলে মাহবুব (৪২), বরিশাল জেলার আগৈলঝরা থানার পতিহার গ্রামের আক্কাস আলী গোমস্তার ছেলে মো. মতি গোমস্তা (৫৫), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার খামারটগরপুর পাইকপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাকিবুল ইসলাম (২৪)।
নওগাঁ : বিস্কুট খাওয়ানোর প্রলোভন দিয়ে নওগাঁর রানীনগরে বাকপ্রতিবন্ধী (২২) এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা (৫৬) পালিয়ে গেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি গ্রামের মৃত দুলাল চন্দ্রের ছেলে।
জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে (৮) তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (৩৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার ভূগোইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই শিশুর বাবা বাদী হয়ে কালাই থানায় মামলা করেছেন।
কুমিলা : কুমিলার নাঙ্গলকোটে তালাকপ্রাপ্ত এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষক নুরুজ্জামান রাজু উপজেলার আদ্রা উত্তর ইউপির মেরকট গ্রামের আব্দুল লতিফের ছেলে।
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় দুই সন্তানের জননী এক নারীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার মধ্যরাতে বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক মো. রাজনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে দুপুর ২টার দিকে বসন্তপুর বাজারের একটি সিএনজি গ্যারেজের ভিতরে এ ঘটনা ঘটে। আটক হওয়া রাজন ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের সফিক উল্যার ছেলে।
সিলেট : সিলেটের কানিশাইলে রোববার দুপুরে পুত্রবধুকে ধর্ষণের মামলায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আজিজুর রহমান হবিগঞ্জের বানিয়াচংয়ের ইনাত খানি গ্রামের বরকত উল্লার ছেলে। ধর্ষণের শিকার ওই নারী ওয়েসিস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, গত শনিবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী ময়নুল ইসলাম বাড়ি ফেরেননি। এ সুযোগে শ্বশুর তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই মামলা করেছেন।
ফরিদপুর: ফরিদপুরে আড়াই বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের একটি ৯ এপ্রিল গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী ও শশুরকে আটক করেছে পুলিশ।
নীলফামারী : নীলফামারীর ডোমারে ধর্ষণচেষ্টার অভিযোগে মোমিন নামের এক যুবককে আটক করে থানার সোপর্দ করেছে এলাকাবাসী।
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন গজারিয়াপাড়া থেকে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে আলেয়া বেগম (৫০) নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। আলেয়া গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়ার জসিম উদ্দিনের স্ত্রী।
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শ্যামলী রাণী (১৯) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কলসকাঠির দুর্গাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্যামলী ওই গ্রামের উত্তম বৈদ্যর স্ত্রী। বরিশাল শহরে আক্তার ঝুমা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দিনগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে সঞ্চিতা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ এপ্রিল) সকালে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুর মহল্লা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সঞ্চিতা সুলতানপুর মহল্লার খোকনের স্ত্রী।
নড়াইল : নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের বড় ভাই মো. রওশন আলম পলাশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (০৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নড়াইল-কালিয়া রোডের মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলেকপুর গ্রামে ইট বোঝায় শ্যালো ইঞ্জিলচালিত ( ইস্টিয়ারিং) একটি ট্রলির চাপায় জরিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী: রাজশাহীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইব্রাহিম হোসেন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে। বুধবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মৃত ওই এএইচএসসি পরীক্ষার্থী রাজশাহী মহানগরীর ডাশপুকুর এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে। এবার সে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ দিচ্ছিলো।
ফেনী : ফেনীর ছাগলনাইয়া পৌর সদরের দক্ষিণ মটুয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে আটক করে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) জুমার নামাজের পর পুলিশ দক্ষিণ মটুয়ায় গিয়ে তালাবদ্ধ ঘর থেকে শিশুদের উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে নির্যাতনকারী দু’জনকে।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় মধুমিতা চাকমা (৬৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দুর্গম যৌথ খামার এলাকা সম্বোধন কার্ববারিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মধুমিতা চাকমা একই এলাকার ললিত মোহান চাকমার স্ত্রী।
আপনার মতামত লিখুন :