শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি মাঠকর্মীদের

সুমন পাইক : বেতন বৈষম্য দুর করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি জানিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকারা। শুক্রবার রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির প্রতিনিধি সভায় এই দাবি জানানো হয়। সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ বলেন, হোমিওপ্যাথি ডোজে নয়, অ্যালোপ্যাথি ডোজ দিয়ে কঠোর আন্দোলন করে দাবি আদায় করতে হবে।

বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির দাবিগুলো হল-এফডব্লিউভি পদের নিয়োগ বন্ধ করে এইচএসসি পাস শিক্ষাসহ বেসিক ট্রেনিং ৩৬ মাস কোর্স চালু করা ও ডিপ্লেমা ডিগ্রি প্রদানের ব্যবস্থা। এফডব্লিউভি ধারীদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ। বেতন বৈষম্যদূরীকরণ। অঞ্চলভিত্তিক বৈষম্যদূরীকরণ। সিলেকশন গ্রেড চালু। পদোন্নতি। নিয়োগ বিধি প্রণয়ন। ২০০৮ সালের ১১ ক্যাটাগরির পদ সংরক্ষণ করা। শ্রম আইন বর্হিভূত সাত দিন ২৪ ঘণ্টা অন ডিউটি নিয়ম বাতিল করা। আই সেন্টারগুলোতে ডিপ্লোমা মিডওয়াইফ ট্রেনিং চালু করা।

আগামী এক মাসের মধ্যে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি জেবুন নাহার আক্তার। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠের কর্মসূচি দেয়া হবে বলেও ঘেষণা দেন তিনি।

প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (উপকরণ ও সরবরাহ) অতিরিক্ত সচিব মো. আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা চিকিৎসক সমিতির মহাসচিব ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দীকী, মো. মোজাম্মেল হক ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা অফিসার সমিতি পরিচালক (নিরীক্ষা) ও সভাপতি মো. হানিফুর রহমান, বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির মহাসচিব নুরজাহান, মাঠকর্মী সমিতির সভাপতি ফিরোজ, এডিকড (সমন্বয় পরিচালনা) মতিউর রহমান প্রমুখ। পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির সাড়ে ৭ হাজার প্রতিনিধি বিভিন্ন জেলা থেকে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়