নিজস্ব প্রতিবদেক : ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ কার্ডিফে খেলবে টাইগাররা। ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের সাতে পেরে উঠতে পারেনি ইংলিশরা। আর তাই এবার নিজেদের ঘরের মাঠে ম্যাচটি দেখতে আগ্রহ কম নয় ইংল্যান্ড সমর্থকদের।
কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মুখিয়ে আছে ইংলিশ দর্শকরা। এমনটাই মন্তব্য কাউন্ডি ক্লাব গ্ল্যান মরগনের প্রদান নির্বাহী হিউ মরিস। তিনি বলেন, ‘আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এখানে খেলবে ইংল্যান্ড, যেটা আমাদের জন্য অনেক বড় একটি ম্যাচ।’
এছাড়া ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করছে আফগানরা। তাদের পারফর্মেন্স দেখার জন্যেও ইংলিশদের আগ্রহের জুড়ি নেই। এ সম্পর্কে মরিস জানান, ‘ওয়েলসে অন্যান্য দলের খেলার জন্যও আমরা রোমাঞ্চিত। যেমন আফগানিস্তান, যারা ওয়েলসে তাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে আসছে প্রথমবারের মতো। দারুণ একটি গ্রীষ্ম অপেক্ষা করছে। তাই আপনারা টিকিট নিশ্চিত করবেন এবং খেলাটি দেখার সুযোগ হারাবেন না আশা করি।’