শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মীরসরাইয়ে বরবটির বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) : চলতি বছর মীরসরাইয়ে বরবটির বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা। ফলে ধান চাষের পাশাপাশি জমির আইলেও বরবটি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর গ্রীষ্মকালে উপজেলায় প্রায় ৪০ হেক্টর জমিতে বরবটি চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইব্রিট ও উপশী প্রজাতির বরবটি। তবে শীতকালে ৮০ হেক্টর জমিতে বরবটি চাষ করা হয়। বর্তমানে কৃষকরা পাইকারী হিসেবে প্রতি কেজি বরবটি বিক্রি করছে ৫০-৬০ টাকা। উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ইছাখালী, দূর্গাপুর, মীরসরাই সদর ইউনিয়ন, খৈয়াছরা ও ওয়াহেদপুর ইউনিয়নে বরবটি চাষ করা হয়েছে।

সরে জমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে সোনাপাহাড় এলাকা থেকে কৃষকরা বরবটির একটি মাঠে রাখছেন। সেখানে প্রতিটি বরবটি ভাজ করে পাল্লায় তুলে ১ কেজি করে আঁটি বাঁধছেন তারা। পরে সেগুলো খাঁচায় ভরে সাজিয়ে রাখেন। এসময় দেখা যায়, কয়েকজন পাইকারের আনাঘোনা। প্রতি কেজি বরবটি ৪০-৫০ টাকা করে কিনে নিচ্ছেন পাইকাররা।

বরবটি চাষী কামাল উদ্দিন বলেন, ক্ষেত থেকে বরবটি তুলে এখানে এনে বিক্রি করেন কৃষকরা। এতে বাজারে নেয়ার ঝামেলা পোহাতে হয় না। নগদ টাকায় উপযুক্ত মূল্য পেয়ে আমরাও বেশ খুশি।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, চলতি বছর মীরসরাইয়ে বরবটির ভালো ফলন হয়েছে। ফলে ধানের পাশাপাশি কৃষকরা সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়