রাশিদ রিয়াজ : আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে পারমানবিক বিদ্যুৎ উৎপাদনের জন্যে ৮ হাজার কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন করতে শুরু করেছে সৌদি আরব। ইতিমধ্যে আর্জেন্টিনার কাছ থেকে পরমানু চুল্লিও সংগ্রহ করেছে সৌদি আরব। বর্তমানে সৌদি আরব ৫২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে ৭৯টি অপারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। ২০৩২ সালের মধ্যে সৌদি সরকার চাচ্ছে ১১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে। এজন্যে ১৬টি পারমানবিক চুল্লি প্রয়োজন হবে যার এক একটির দাম পড়বে ৭’শ কোটি ডলার। সৌদি সরকার আশা করছে পারমানবিক বিদ্যুৎ উৎপাদনে গেলে ব্যাপক বিদ্যুৎ রফতানি করা সম্ভব হবে। যদিও তা নির্ভর করছে সৌদির অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদার ওপর। কিন্তু পারমানবিক বিদ্যুতের পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধ করে শেষ পর্যন্ত কি সৌদি আরব পারমানবিক অস্ত্র তৈরি করবে? এমন সন্দেহ ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।
তবে মাার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত তিনি তাতে সফল হবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক জেমস পেট্রাস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সৌদি আরবের কাছে পরমাণু প্রযুক্তি হস্তান্তর নিয়ে যেমন কংগ্রেসে বিরোধিতা আছে তেমনি ইউরোপের প্রতিটি দেশ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এমনিতে ইয়েমেনে সৌদি আগ্রাসনে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ এখন রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক পেট্রাস বলেন, সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেয়ার ব্যাপারে ট্রাম্প খুবই আগ্রহী। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা দিয়েছেন। ইরান ও ইরাকের ঘনিষ্ঠ সম্পর্কে তিনি খুবই হতাশ। তবে আমি নিশ্চিত নই যে, ট্রাম্প সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিতে পারবেন কারণ ইউরোপের প্রতিটি দেশ এর বিরুদ্ধে। সেক্ষেত্রে সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি সরবরাহ করার সম্ভাবনা ৫০-৫০।
যদিও সৌদি আরব জ্বালানি তৈরির জন্য পরমাণু প্রযুক্তি হাতে পেতে চাপ দিচ্ছে কিন্তু পারমানবিক অস্ত্র তৈরি সংক্রান্ত কঠোর শর্ত মানতে নারাজ। এ নিয়ে শিল্প বিশেষজ্ঞ ও মার্কিন কংগ্রেসে উদ্বেগ রয়েছে। এছাড়া, বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর মার্কিন কংগ্রেস সৌদি আরবের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়টি পুনঃমূল্যায়নের আহ্বান জানিয়েছে। কংগ্রেস বলছে, এতবড় বর্বর হত্যাকা-ের পর সৌদি আরব বিশ্বস্ত অংশীদার হতে পারে না।
আপনার মতামত লিখুন :