শিরোনাম
◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ ◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায়? রাজনীতিতে আলোচনায় ‘মাইনাস টু-মাইনাস ফোর’ ◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৪৩ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার বাধা না দিলে কালই খালেদা জিয়ার মুক্ত হতে পারেন, বললেন সৈয়দ সালেহ প্রিন্স

রাইসা মনোয়ার: প্রায় ১৪ মাস ধরে কারা বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত রবিবার ছয় ঘন্টা অনশন করেছে বিএনপি। জোট শরীকদের অনেকেই বিরোধীতা করে বলছেন এমন গন অনশন করে খালেদা জিয়ার মুক্তি মিলবে না। তাকে মুক্ত করতে হলে রাজপথের আন্দোলনই একমাএ পথ। এদিকে খালেদা জিয়া প্যারোলে মুক্তি দাবি করলে সরকার তা বিবেচনা করবে।

এ সর্ম্পকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালেহ প্রিন্স ডিবিসি নিউজকে বলেন, গন অনশন একটি আন্দোলনের কর্মসূচি। এই প্রথম যে আমরা অনশন পালন করেছি তা কিন্তুু নয়। আমরা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও এরশাদের পদত্যাগের দাবিতে গণঅনশন করেছি। এরপর ৯৬’সালে তৎকালীন সরকারের অপকর্মের বিরুদ্ধে গণঅনশন করেছি। আওয়ামী লীগের এবারের শাসনামলেও বিভিন্ন ইস্যুতেও আমরা আন্দোলন করেছি। তাই বলে এটা চূড়ান্ত কোনো কর্মসূচি নয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৪ মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি আমরা। এর মধ্যে গণঅনশন ,মানববন্ধন , কালো পতাকা কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচিও ছিলো। বর্তমান এই সরকারের আমলে বিএনপির কর্মসূচি পালন করা দুরূহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। আমরা কোনো জায়গায় কর্মসূচি পালন করতে গেলে সেখানে অনুমতি দেয়া হয় না বরং বিভিন্ন ভাবে বাধাঁর সৃষ্টি করা হয়।

তিনি আরো বলেন, নেতাকর্মীরা এবং আমিও মনে করি যে রাজপথের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির পথ জোরদার করতে হবে। কিন্তুু বাংলাদেশে আন্দোলন করার মতো পরিস্থিতি নেই। এই অচল অবস্থা ভাঙ্গতে হবে। খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। আগামীকালই খালেদা জিয়ার মুক্তি হতে পারে যদি সরকার আইনগত প্রক্রিয়ায় বাধার সৃষ্টি না করে। কিন্তুু বেগম খালেদা জিয়ার মুক্তি বিভিন্ন আইনের মারপ্যাচের মাধ্যমে আটকিয়ে দেয়া হ”্ছ।ে তার কারাবাস দীর্ঘায়িত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়