স্পোর্টস ডেস্ক: টানা তৃতীয় বারের মতো উইজডেন লিডিং পুরষ্কার পাচ্ছেন ভারতরে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ২০০৩ সাল থেকে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ম্যাগাজিন এক বর্ষপঞ্জিতে ক্রিকেটের সেরা পারফরমারকে দিয়ে আসছে ‘লিডিং ক্রিকেটার’ এর পুরস্কার। পারফরম্যান্সের দিক থেকে যে ভারতীয় অধিনায়ক সবাইকে ছাড়িয়ে, সেটা পরিসংখ্যানই বলছে। তাই তাকেই এই পুরষ্কৃত করা হচ্ছে।
স্বপ্নের মতো গত কয়েকটি বছর কাটিয়েছেন কোহলি। উইজডেনের লিডিং ক্রিকেটার নির্বাচন করতে তাই খুব বেশি ভাবতে হয়নি। ক্রিকেটের তিন সংস্করণেই অবিশ্বাস্য ব্যাটিং করা কোহলিই হয়েছেন ২০১৮ সালের শীর্ষ ক্রিকেটার। উইজডেনের তালিকায় শীর্ষ পাঁচে কোহলির সঙ্গে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, স্যাম কুরান, সারের চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা অধিনায়ক ররি বার্নস এবং ইংল্যান্ড নারী দলের টামি বিউমন্ট। লিডিং ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন ভারতের নারী দলের তারকা সৃত্মি মন্ধানা। যিনি গত বছর ১৩টি ফিফটি সহ ১২৯১ রান করেছেন। টি-টোয়েন্টির লিডিং ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। টানা দ্বিতীয়বার এই খেতাব পেলেন আফগান লেগস্পিনার।
তৃতীয় কোনো ভারতীয় হিসেবে উইজডেনের লিডিং ক্রিকেটার হয়েছেন কোহলি। ২০০৮ ও ২০০৯ সালে এ অর্জন ছিল বিরেন্দর শেবাগের। আর পরের বছরটা ছিল শচীন টেন্ডুলকারের। কোহলি লিডিং ক্রিকেটার হলেন টানা তৃতীয়বার।
আপনার মতামত লিখুন :