মঈন মোশাররফ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, সন্ত্রাসবাদের সংজ্ঞায়ন নিয়ে রাজনীতি করার বড় কারণ হচ্ছে, সন্ত্রাসবাদ ব্যবহার করা হয়, রাজনৈতিক কারণেই। সার্কের ইসলামাবাদ প্রটোকলে বলা হয়েছিলো, আনআর্মড সিভিলিয়ান পপুলেশনকে যদি আঘাত করা হয়, তাহলে সেটা টেররিজম হবে
তিনি আরো বলেন, নিউজিল্যান্ডের ঘটনাকে ‘টেররিজম’ বলা উচিত। কারণ, এটা আদর্শগত ভাবে মোটিভেটেড ছিলো এবং আর্মড সিভিলিয়ানদের ওপর হামলা করা হয়েছে। কোনো দেশ কোনো গ্রুপকে ে ররিস্ট বললে, অন্য দেশ সেটা নাও বলতে পারে। যেমন, ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, ভারতের মিলিটারি কনভয়ের ওপর হামলা হয়েছে। ভারত এদের সন্ত্রাসী বলতে চাইলেও, অনেকেই বলতে চাইছে না। কারণ, তারা আর্মড গ্রুপের ওপর হামলা করেছে। তো (সংজ্ঞায়নের) সেই জায়গায় এখনো ঝামেলা রয়ে গেছে।
আপনার মতামত লিখুন :