মঈন মোশাররফ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসহ ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিভাগীয় কমিশনারদের সম্প্রতি চিঠি দিয়েছে ।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। আমরা আগেই সারাদেশে ওয়াজেরিনদের একটা তালিকা করেছিলাম, সেটা আপডেট করছি।
তিনি বলেন, এরপর তাদের কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায় তা নিয়ে আমরা কাজ করবো। আমরা কাউন্সেলিং-এর ব্যবস্থাও করছি। যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছেন বা উসকানিমূলক বক্তব্য দেন তাদের আমরা প্রথমে কাউন্সেলিংয়ের মাধ্যমে সঠিক পথে আনার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, যারা রাজনৈতিক প্রচার চালায় বিশেষ করে জামায়াতে ইসলামীর লোকজন তাদের আমরা তালিকায় রাখছি না । এছাড়া যারা জঙ্গিবাদ বা রাষ্ট্রের প্রচলিত আইনের বিরুদ্ধে যায় এমন ওয়াজ করেন তারাও তালিকায় থাকবেন না । যারা তালিকায় থাকবেন তাদের একটি নির্দিষ্ট ইসলামী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।